জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসানকে বিবেচনা করবে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:১৬ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের আসন্ন সিরিজে সাকিব আল হাসানকে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
তিনি বলেন, সাকিব আল হাসানের উপস্থিতি, ফিটনেস ও সক্ষমতা অনুযায়ী তাকে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। যেখানে খেলা হবে সেখানে যদি তার অংশগ্রহণ সম্ভব হয়, সেক্ষেত্রে সিলেকশন প্যানেল তাকে দলে রাখবে। এছাড়া তিনি যদি অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে চান, প্রয়োজনীয় এনওসি প্রদান করবে বোর্ড।
এ সময় বিসিবি জানায়, সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বোর্ড।
বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, ক্রিকেট অপারেশনের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা নিয়ে আলোচনার সময় সাকিবের প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, সাকিব আগ্রহ প্রকাশ করেছেন এবং খেলতে চান। বিষয়টি বিসিবি প্রেসিডেন্টকে জানানো হয়েছে। তবে তার ব্যক্তিগত আইনি ইস্যুগুলো সরকারের বিষয়। বোর্ডের পক্ষ থেকে সাকিবকে দলে রাখার আগ্রহ প্রকাশ করা হয়েছে।



