এমবাপের জোড়া গোলে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম
ছবি : সংগৃহীত
অধারাবাহিক পারফরম্যান্স ও মৌসুমের মাঝপথে কোচ জাবি আলোনসোর বিদায়ের পর কিছুটা অস্বস্তিতে ছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে লস ব্লাঙ্কোসরা। সমান ম্যাচ খেলে বার্সেলোনার চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে ছিল তারা। কাতালানরা সর্বশেষ ম্যাচে হেরে যাওয়ায় সুযোগ কাজে লাগিয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের জোড়া গোলেই ২-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। আলভারো আরবেলোয়ার দলটি ম্যাচে ৫৯ শতাংশ পজেশন ধরে রেখে ১২ শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভিয়ারিয়ালের ১০ শটের মধ্যে কেবল একটি ছিল লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধে আসে ম্যাচের দুটি গোল। বিরতির পর দ্বিতীয় মিনিটে ভিনিসিয়ুসের সঙ্গে বল আদান-প্রদানের পর এমবাপে কোনাকুনি শটে জাল কাঁপান। যোগ করা সময়ে ফাউলের শিকার হলে পাওয়া পেনাল্টি থেকে পানেনকা শটে দ্বিতীয় গোল করেন তিনি। চলতি মৌসুমে লা লিগায় এটি এমবাপের ২১তম গোল, যা তাকে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে এগিয়ে রেখেছে।
এ নিয়ে স্প্যানিশ লিগে টানা পঞ্চম ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। আর ১০ পয়েন্ট ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।



