টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের সমর্থনে পাকিস্তানকেও পাশে দাঁড়ানোর আহ্বান রশিদ লতিফের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার স্পষ্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আইসিসি আগের অবস্থানে অনড় থাকলে আসন্ন মেগা ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।
আইসিসির বোর্ড সভায় ভারতের মাটিতে বাংলাদেশের খেলা এবং বিকল্পভাবে অন্য দলকে সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়। এতে বিসিবির বাইরে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় আইসিসি।
এরপর বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি ও ক্রিকেটারদের বৈঠকের পরও একই সিদ্ধান্তে অটল থাকে বাংলাদেশ। বিসিবি জানায়, কেবল শ্রীলঙ্কায় ভেন্যু সরানো হলে তবেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়, বাংলাদেশ বাদ পড়লে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটতে পারে।
এবার সেই দাবিকে আরও জোরালো করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নেই জানিয়ে বিসিবির অবস্থান বিশ্ব ক্রিকেটের প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে। সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ নিজেদের ঐতিহ্য বজায় রেখে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে। পিসিবিও কি একই ধরনের অবস্থান নিতে প্রস্তুত—এ প্রশ্ন তোলেন তিনি।
এ ছাড়া ‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব শোতে রশিদ লতিফ বলেন, পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করে, তাহলে টুর্নামেন্ট বড় সংকটে পড়বে। তার ভাষায়, বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে তাদের জন্য ভারত নিরাপদ ভেন্যু নয়, আইসিসি বা বিসিসিআই যাই বলুক না কেন।
১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এই সাবেক অধিনায়ক আরও বলেন, বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার এটাই উপযুক্ত সময়। পাকিস্তানের হাতেই এখন ‘ট্রাম্পকার্ড’। পাকিস্তান না খেললে বিশ্বকাপ কার্যত থমকে যেতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা বা জরিমানার ঝুঁকি থাকলেও, এখনই অবস্থান জানানোর সময় বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আর্থিক ক্ষতির প্রসঙ্গ উঠলে রশিদ লতিফ বলেন, বড় সিদ্ধান্ত নিতে গেলে আইসিসির অনুদানের কথা ভাবা যায় না। দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলেন, দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পরও সে দেশের ক্রিকেট শেষ হয়ে যায়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় প্রায় ৫০ শতাংশ কমে যেতে পারে। তার মতে, এই মুহূর্তে পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত।



