ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে বাংলাদেশ দলের ভেন্যু নির্ধারণ নিয়ে ভার্চুয়াল সভায় বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এই সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিত্ব করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে অংশ নেবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া সহ অন্যান্য ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরাও আছেন সভায়।
আইসিসির প্রতিনিধিত্ব করছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।
বিসিবির পক্ষ থেকে বিকল্প ভেন্যু চাওয়া হয়েছে। এখন পর্যন্ত আইসিসি এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়নি। তবে টাইগারদের বিশ্বকাপ খেলা নিয়ে আজই বোর্ড সভায় সিদ্ধান্ত হতে পারে।
আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় আইসিসির বোর্ড সভা শুরু হয়। নিরাপত্তার কারণে বাংলাদেশ দলক যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না এই বিষয়টি বাকি সদস্যদের কাছে তুলে ধরবে আইসিসি।
আইসিসির বোর্ড হচ্ছে আইসিসির ‘অ্যাপেক্স বডি’। বাংলাদেশের বিষয়টি নিয়ে আইসিসির কারও এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বোর্ড সদস্যদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়ার কথা।



