ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকে অবশেষে মিলল সুখবর। আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তারের। ১৩ ধাপ সামনে এগিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নারী ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের আর কোনো ব্যাটার বা বোলারের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি হয়নি।
চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৮টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন শারমিন আক্তার। তার ব্যাটে চড়েই যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে বাছাইপর্ব শুরু করে টাইগ্রেসরা। দলের জয়ে অবদান রেখে ম্যাচসেরা হন শারমিন।
বাছাই পর্বে ম্যাচ জয়ী ইনিংস খেলার সুবাদে আইসিসি র্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি হয়েছে শারমিনের। ৪৩৪ রেটিং নিয়ে ৫৭তম স্থানে আছেন এই ডানহাতি ব্যাটার। ব্যাটারদের র্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। ৬০৩ রেটিং নিয়ে ১৮তম স্থানে আছেন তিনি। এরপরই অবস্থান শারমিনের।
টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। তার রেটিং ৭৯৪। বোলারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন লেগ-স্পিনার রাবেয়া খান। ৬৬০ রেটিং নিয়ে ১৫তম স্থানে আছেন তিনি। অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন ওয়েসট ইন্ডিজের হেইলি ম্যাথুজ।



