Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে পরামর্শক হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

বিশ্বকাপে পরামর্শক হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার

ছবি : সংগৃহীত

কোর্টনি ওয়ালশকে আগামী টি-২০ বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়ালশ ইতোমধ্যেই দলের সঙ্গে কাজ শুরু করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০ টেস্ট উইকেটের রেকর্ড গড়েছিলেন। এর আগে তিনি বাংলাদেশের পুরুষ দলের স্পেশালিস্ট বোলিং কোচ এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে তিনি জিম্বাবুয়ে মহিলা দলের টেকনিক্যাল কনসালট্যান্ট ছিলেন।

নিয়োগের পর ওয়ালশ বলেন, যদি আমরা সঠিক পরিকল্পনা মেনে খেলি, একসঙ্গে কাজ করি এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিই, তবে আমাদের ভালো সুযোগ থাকবে। দলের আক্রমণাত্মক কম্বিনেশন এবং সম্ভাবনা আমাকে মুগ্ধ করেছে।

সিকান্দার রাজার অধিনায়কত্বে জিম্বাবুয়ের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে দ্রুতগতির বোলার হিসেবে আছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা ও তিনোটেন্ডা মাপোসা। ব্র্যাড ইভান্স ও তাশিঙ্গা মুসেকিওয়া সিম-বোলিং অলরাউন্ডার। স্পিন বিভাগে রয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, গ্রেম ক্রেমার ও রাজা। একে বলা যায় অভিজ্ঞ দলের সমন্বয়।

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভেমোর মাকোনি বলেন, ওয়ালশের অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং খেলোয়াড়দের পরামর্শদানের ক্ষমতা আমাদের বোলিং শক্তি আরও বাড়াবে। আইসিসি মেনস টি-২০ বিশ্বকাপের জন্য এমন একজন বিশেষজ্ঞকে আনা গুরুত্বপূর্ণ ছিল।

জিম্বাবুয়ে গ্রুপ বি-তে খেলবে, যেখানে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও সহ-আয়োজক শ্রীলঙ্কা রয়েছে। তাদের চারটি গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে হবে—কলম্বোর দুইটি এবং পল্লেকেলের একটি। ২০২৪ সালের সংস্করণে তারা খেলতে পারেনি, এবার তারা আবার বিশ্বকাপে ফিরছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন