তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফর করবে পাকিস্তান নারী দল। সফরের মাস খানেক আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা।
ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন আয়েশা জাফর, গুল ফিরোজা, তাসমিয়া রুবাব ও নাজিহা আলভি। শুধু ওয়ানডে দলে আছেন দিয়ানা বেগ, নাজিহা আলভি, সাদাফ শামস ও সৈয়দা আরুব শাহ। আর শুধু টি-টোয়েন্টি দলে আছেন হুমনা বিলাল, সাইরা জাবিন, তুবা হাসান ও আয়মান ফাতিমা।
দুই ফরম্যাটের দলেই আছেন আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, গুল ফিরোজা, মুনিবা আলি, নাশরা সান্ধু, নাটাইয়া পারভেজ, রামিন শামিম, সাদিয়া ইকবাল, সিদরা আমিন ও তাসমিয়া রুবাবরা।
পচেফস্ট্রুমে আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর ওয়ানডে সিরিজের শুরু ২২ ফেব্রুয়ারি।
টি-টোয়েন্টি স্কোয়াড-
ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, আয়মান ফাতিমা, গুল ফিরোজা (উইকেট-কিপার), হুমনা বিলাল, মুনিবা আলি (উইকেটকিপার), নাশরা সান্ধু, নাটালিয়া পারভেজ, রামিন শামিম, সাদিয়া ইকবাল, সায়রা জাবিন, সিদরা আমিন, তাসমিয়া রুবাব, তুবা হাসান।
ওয়ানডে স্কোয়াড-
ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, দিয়ানা বেগ, গুল ফিরোজা, মুনিবা আলি (উইকেটকিপার), নাজিহা আলভি (উইকেটকিপার), নাশরা সান্ধু, নাটালিয়া পারভেজ, রামিন শামিম, সাদাফ শামস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব।



