Logo
Logo
×

খেলা

চোটের কারণে নোয়াখালী ম্যাচে নেই তাসকিন, ঢাকা পর্বে ফেরা নিয়ে অনিশ্চয়তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

চোটের কারণে নোয়াখালী ম্যাচে নেই তাসকিন, ঢাকা পর্বে ফেরা নিয়ে অনিশ্চয়তা

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশে নেই পেসার তাসকিন আহমেদ। এই চমকপ্রদ সিদ্ধান্তের বিষয়ে ম্যাচ শেষে ভক্তদের কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি জানিয়েছেন, ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় তাসকিন চোট পেয়েছেন এবং আপাতত খেলার অবস্থায় নেই।

চোট থেকে সেরে ওঠার জন্য তাসকিনকে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে। মিঠুন বলেন, এটা ফিজিও বলতে পারবে। তাসকিন এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। খেলার মতো অবস্থায় ছিল না বলেই একাদশে রাখা হয়নি। হাঁটুর সমস্যা রয়েছে, তবে খারাপ কিছু না হলে ঢাকা পর্বে আবার খেলতে পারবে।

ঢাকা পর্ব আগামী ১৫ জানুয়ারি শুরু হবে, যেখানে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে। চলতি বিপিএলে তাসকিনের ফর্মও ভালো যাচ্ছে না; ৫ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন এবং ওভারপ্রতি ৯.৭৭ রান দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই চোট ম্যানেজমেন্টের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন