Logo
Logo
×

খেলা

রিয়ালকে হারিয়ে সৌদিতে সুপার কাপ ধরে রাখল বার্সেলোনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম

রিয়ালকে হারিয়ে সৌদিতে সুপার কাপ ধরে রাখল বার্সেলোনা

গত অক্টোবরে লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে হারের প্রতিশোধটা কয়েক মাস পর ঠিকই নিল বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নাটকীয় লড়াইয়ে ৩–২ ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখল কাতালান জায়ান্টরা। ২০১১ সালের পর প্রথম দল হিসেবে টানা দুইবার সুপার কাপ জয়ের কীর্তিও গড়ল তারা।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোমাঞ্চে ভরা এই ম্যাচে প্রথমার্ধেই আসে পাঁচ গোলের চারটি। সমানে সমান লড়াইয়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৩৬তম মিনিটে বক্সে ঢুকে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা।

প্রথমার্ধের ইনজুরি টাইমে নাটক যেন চূড়ায় ওঠে। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে একক প্রচেষ্টায় গোল করে রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। দুই মিনিট পর পেনাল্টি এরিয়াতে জায়গা পেয়ে চিপ শটে বার্সাকে আবার এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি। এর পরপরই কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন রাফিনহা। ফিরতি শটে গনসালো গার্সিয়ার প্রচেষ্টা বার ও পোস্টে লেগে গোললাইনের ভেতরে ঢুকে গেলে বিরতির আগে ফের ২–২ সমতা হয়।

সমতায় দ্বিতীয়ার্ধ শুরু হয়। ম্যাচের ৭৩তম মিনিটে আবার ব্যবধান গড়ে বার্সা। বক্সে ঢুকে শট নিতে গিয়ে পিছলে পড়লেও রাফিনহার শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে থিবো কোর্তোয়ার দিক বদলে জালে ঢুকে যায়।

এর তিন মিনিট পর হাঁটুর চোট কাটিয়ে বদলি হিসেবে নামেন কিলিয়ান এমবাপে। তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে ব্যর্থ হয় রিয়াল। ৯০ মিনিটের পর উত্তেজনা আরও বাড়ে, এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়াং। ১০ জনের বার্সার বিপক্ষে শেষ মুহূর্তে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি রিয়াল। বার্সা গোলকিপার জোয়ান গার্সিয়া আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর শট রুখে দেন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মাতে বার্সেলোনা। রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কাপ জিতে নেয় তারা। সব মিলিয়ে ক্লাবটির ট্রফি সংখ্যা দাঁড়াল ১৬-এ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন