Logo
Logo
×

খেলা

মায়ামিতে মেসির সঙ্গী আরও এক আর্জেন্টাইন ফুটবলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

মায়ামিতে মেসির সঙ্গী আরও এক আর্জেন্টাইন ফুটবলার

স্প্যানিশ কিংবদন্তি সার্জিও বুসকেটসের অবসরের পর ইন্টার মায়ামির মাঝমাঠে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে বড় পদক্ষেপ নিল ক্লাবটি। লিওনেল মেসির নেতৃত্বাধীন ‘লা গার্জাস’রা এবার দলে ভিড়িয়েছে আর্জেন্টাইন উদীয়মান মিডফিল্ডার ডেভিড আয়ালাকে। এমএলএসের ক্লাব পোর্টল্যান্ড টিম্বার্স থেকে এই প্রতিভাবান ফুটবলারকে দলে ভেড়াতে যাবতীয় সমঝোতা সম্পন্ন করেছে ইন্টার মায়ামি।

মায়ামি ও পোর্টল্যান্ডের মধ্যে এই চুক্তিটি ২০ লাখ মার্কিন ডলারে (প্রায় ২৪ কোটি ৪৪ লাখ টাকা) সম্পন্ন হচ্ছে। চুক্তির শর্ত অনুযায়ী, আয়ালার পারফরম্যান্স ভিত্তিক লক্ষ্য পূরণ হলে পোর্টল্যান্ড আরও ১ লাখ ৫০ হাজার ডলার বোনাস পাবে। এছাড়া ভবিষ্যতে মায়ামি যদি আয়ালাকে অন্য কোনো ক্লাবে বিক্রি করে, তবে সেই ট্রান্সফার ফির একটি নির্দিষ্ট অংশ পাবে তার সাবেক ক্লাব পোর্টল্যান্ড এবং আয়ালার শৈশবের ক্লাব এস্তুদিয়ান্তেস।

২০০২ সালে আর্জেন্টিনায় জন্ম নেয়া ডেভিড আয়ালা মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার। নিখুঁত পাসিং, চমৎকার মুভমেন্ট এবং গেম রিডিংয়ের জন্য পরিচিত এই ফুটবলার আগামী মৌসুমে স্বদেশি রদ্রিগো ডি পলের সঙ্গে ইন্টার মায়ামির মাঝমাঠ সামলাবেন। সার্জিও বুসকেটস ফুটবলকে বিদায় জানানোয় মায়ামির মাঝমাঠে যে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হয়েছিল, তরুণ আয়ালার গতি ও ট্যাকটিক্যাল বোধ তা পুষিয়ে দেবে বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।

আয়ালার ক্যারিয়ারের পথটা সহজ ছিল না। ২০২২ সালে পোর্টল্যান্ডে যোগ দেয়ার পর ২০২৩ সালে গুরুতর হাঁটুর ইনজুরিতে (এসিএল) পড়ে পুরো মৌসুম মাঠের বাইরে ছিলেন তিনি। তবে অদম্য ইচ্ছাশক্তিতে মাঠে ফিরে নিজের ফর্ম পুনরুদ্ধার করেন এই তরুণ। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ এবং ২০১৯ সালে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আর্জেন্টিনার হয়ে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতার অভিজ্ঞতা রয়েছে তার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন