Logo
Logo
×

খেলা

ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন অঁতোয়ান সেমেনিয়ো

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন অঁতোয়ান সেমেনিয়ো

ছবি : সংগৃহীত

শীতকালীন দলবদলে বড় ঘোষণা দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে—বোর্নমাউথের উইঙ্গার অঁতোয়ান সেমেনিয়ো এখন সিটির খেলোয়াড়। ২৬ বছর বয়সী এই ঘানার আন্তর্জাতিক তারকাকে প্রাথমিকভাবে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানো হয়েছে, যা অ্যাড-অনসহ সর্বোচ্চ ৬৪ মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে।

সেমেনিয়ো সিটির সঙ্গে পাঁচ বছর ছয় মাস মেয়াদি চুক্তি করেছেন, যা চলবে ২০৩১ সাল পর্যন্ত। বৃহস্পতিবার মেডিক্যাল সম্পন্ন করার পরই তাঁকে রেজিস্ট্রেশন করা হয়। ফলে শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটির বিপক্ষে ম্যাচেই তাঁর অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও খেলতে পারবেন তিনি।

সিটির ফুটবল ডিরেক্টর হিউগো ভিয়ানা জানান, বোর্নমাউথে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই সেমেনিয়ো ছিল ক্লাবের শীর্ষ অগ্রাধিকার। তিনি বলেন, “প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করেছে অঁতোয়ান—বিনয়ী, পরিশ্রমী ও পেশাদার। আমাদের দলের জন্য সে আদর্শ।”

সেমেনিয়ো সিটিতে কিংবদন্তি ইয়াইয়া তৌরের ব্যবহৃত ৪২ নম্বর জার্সি পরবেন। চলতি মৌসুমে বোর্নমাউথের হয়ে প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ১০ গোল করে নজর কাড়েন তিনি।

নতুন ঠিকানায় এসে উচ্ছ্বাস প্রকাশ করে সেমেনিয়ো বলেন, “পেপ গার্দিওলার অধীনে সিটির সাফল্য আমি সবসময় দেখেছি। এমন ক্লাবে আসা আমার জন্য সৌভাগ্যের। আমার সেরা ফুটবল এখনও আসেনি। মৌসুমের দ্বিতীয় ভাগে দলকে এগিয়ে নিতে আমি অবদান রাখতে পারব বলে বিশ্বাস করি।”

সেমেনিয়োর আগমনে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগ আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এখন দেখার অপেক্ষা, এত্তিহাদে তাঁর অধ্যায়ের শুরুটা কতটা উজ্জ্বল হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন