Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো ভারত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো ভারত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ আগেই স্কোয়াড ঘোষণা করেছিল ভারত। স্বাভাবিকভাবেই সেই স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য তিলক ভার্মা। যিনি সর্বশেষ এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল জয়ের অন্যতম নায়ক।

সম্প্রতি অ্যাবডোমেন ইনজুরিতে পড়েছেন তিলক। যে কারণে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ছিটকে পড়ার পাশাপাশি বিশ্বকাপের শুরুর দিকে তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

২১ জানুয়ারি থেকে নাগপুরে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। যেখানে তিলক ভার্মার বদলি ক্রিকেটারও নেওয়ার কথা ভাবছে ভারত। রাজকোটে বিজয় হাজারে লিগের ম্যাচ খেলছেন ভারতীয় এই ব্যাটার। সেখানেই গতকাল (বুধবার) সকালের নাস্তার পর পেটে ব্যথা অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হন তিলক।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘তীব্র ব্যথা নিয়ে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) এসেছিলেন তিলক, পরে দ্রুতই তাকে রাজকোট হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েকটি স্ক্যান-পরীক্ষা শেষে রিপোর্ট পাঠানো হয়েছে সিওই চিকিৎসকদের কাছে।’

স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসকরা সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন তিলক ভার্মাকে। কিন্তু এক্ষেত্রে বিশ্বকাপের শুরুতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা থেকে যায়। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের।

যেখানে উদ্বোধনী দিনেই যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল। সেখানে তিলককে পাওয়া নিয়ে বিসিসিআইয়ের সূত্র বলছেন, ‘চিকিৎসকরা তাকে সার্জারি করাতে বলেছেন, যা থেকে সেরে উঠতে তিন-চার সপ্তাহ লাগতে পারে। ফলে পুরো নিউজিল্যান্ড সিরিজ মিস করতে পারেন তিলক।’

মজার বিষয় হচ্ছে– টি-টোয়েন্টি ফরম্যাটের দল থেকে বাদ পড়া শুভমান গিলকেই ডাকা হতে পারে তিলকের পরিবর্তে। এমনকি ভারতের এই ওয়ানডে এবং টেস্ট অধিনায়কের বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গিলকে বাদ দেওয়ার পর আবার ফেরানোর পথে হাঁটতে চায় না অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট। সে কারণে বিবেচনায় আছেন আসামের তারকা রিয়ান পরাগ। যদিও তিনি কাঁধের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি। এদিকে, তিলক দ্রুত সুস্থ হয়ে সিরিজের শেষদিকে ফিরবেন বলেও প্রত্যাশা নির্বাচকদের।

এদিকে, জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন আরেক তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার। বলা হচ্ছিল– বিজয় হাজারেতে ফিট থাকলে প্রথম ম্যাচের পরেই ছাড়পত্র দেওয়া হবে। নইলে আরেকটি ম্যাচ খেলানো হবে। একটি ম্যাচেই আইয়ারের ফিটনেসের প্রমাণ পাওয়া গেছে। জানা গেছে, তার শরীর এখন ওয়ানডে ম্যাচের ধকল নেওয়ার জন্য প্রস্তুত। মঙ্গলবার হিমাচল প্রদেশের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমেছিলেন আইয়ার। যেখানে তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে ৫৩ বলে ৮২ রান করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন