টেস্টে সুযোগ কম, প্রস্তুত থাকাই চ্যালেঞ্জ: নাঈম হাসান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নাঈম হাসান মূলত টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন, কিন্তু নিয়মিত সুযোগ খুব বেশি পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে ২০২৫ সালের জুনে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়ে তিনি যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই বছরের সিরিজে সুযোগ পাননি।
চট্টগ্রামের হয়ে জাতীয় ক্রিকেট লিগের চার দিনের টুর্নামেন্টে নাঈম ২৭ উইকেট নিয়েছেন। এবারের বিপিএলে তাকে নিয়েছে রংপুর রাইডার্স, তবে চোটের কারণে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি। সংবাদ সম্মেলনে নাঈম বলেন, সব খেলোয়াড়ের জীবন এক নয়। কেউ বেশি সুযোগ পায়, কেউ কম। আমার জন্য এটা চ্যালেঞ্জ, তাই সব সময় প্রস্তুত থাকতে হয়।
তিনি প্রথাগত স্পিনার হওয়ায় সম্প্রতি নির্বাচকরা সিরিজের দলে নেননি। নাঈম বলেন, শেখ মেহেদী ভাইও প্রথাগত অফস্পিনার। দলের চাহিদা পূরণ করতে পারলে ভালো, চ্যালেঞ্জ থাকবেই।
টিম ম্যানেজমেন্টের কারণে অনেক সময় বাইরে থাকতে হয়, তাও তিনি মেনে নিয়েছেন। সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত নাঈম।
শেষকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস স্বাগতিক সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে। অধিনায়ক শেখ মেহেদীর ১৩ বলে ৩৩ রানের ইনিংসে দল ১৯৮ রানে পৌঁছায়। চট্টগ্রাম রয়্যালস ৮ পয়েন্ট ও নেট রানরেটে শীর্ষে আছে। আজও বিপিএলে দুটি ম্যাচ রয়েছে, রাজশাহী-নোয়াখালী এবং সিলেট-ঢাকা ম্যাচের মধ্য দিয়ে পূর্ণ হবে দিনের খেলা।



