Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মজার ছলে বাংলাদেশকে ‘বাদ’ দিল আইসল্যান্ড ক্রিকেট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মজার ছলে বাংলাদেশকে ‘বাদ’ দিল আইসল্যান্ড ক্রিকেট

‘হট টপিক’ নিয়ে ব্যঙ্গ-রসিকতায় আইসল্যান্ড ক্রিকেট বরাবরই আলাদা নজর কাড়ে। মাঠের ক্রিকেটে খুব একটা আলোচনায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্ট নিয়মিতই ভাইরাল হয়। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে সেই রসিকতার তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

বিশ্বকাপ শুরুর এখনও প্রায় এক মাস বাকি থাকলেও ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০ দলের সূচি ও গ্রুপিং চূড়ান্ত করলেও ভারতের মাঠে খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছে আইসল্যান্ড ক্রিকেট।

গতকাল নিজেদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে আইসল্যান্ড ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের তালিকা ও গ্রুপ প্রকাশ করে। তবে সেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় বসানো হয়েছে আইসল্যান্ডের নাম। ক্যাপশনে লেখা হয়, “এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কারা বেশি আগ্রহী?” মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটভক্তদের মধ্যে হাস্যরসের জন্ম দেয়।

নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস ও তানজিদ হাসান তামিমদের খেলতে অসুবিধা হতে পারে উল্লেখ করে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে গত রোববার আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই পরশু রাতে ক্রিকইনফোর একটি প্রতিবেদন নতুন করে উদ্বেগ তৈরি করে। সেখানে বলা হয়, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, নতুবা পয়েন্ট কাটা যেতে পারে।

এমনকি ভেন্যু পরিবর্তন ইস্যুতে বিসিবিকে আইসিসি আলটিমেটাম দিয়েছে বলে ভারতের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে বিসিবি গতকাল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে। বোর্ড জানিয়েছে, বাংলাদেশ দলের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয় আইসিসি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করবে।

৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর থেকেই ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব—এ প্রশ্ন তুলেছেন অনেকেই। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও ভারতে বিশ্বকাপ খেলাকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন।

আইসিসিকে পাঠানো চিঠির জবাব পাওয়ার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, প্রয়োজন হলে বাংলাদেশ দলের স্বার্থে আইসিসিকে আবারও বিষয়টি বোঝানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন