Logo
Logo
×

খেলা

ভেন্যু বদলের অনড় অবস্থান আইসিসির

ভারতে না খেললে পয়েন্ট কাটার শঙ্কায় বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

ভারতে না খেললে পয়েন্ট কাটার শঙ্কায় বাংলাদেশ

আর মাত্র এক মাস পরই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতির শেষ পর্যায়ে এসে বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। নিরাপত্তাজনিত কারণে ভারতে না খেলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছে, তা নাকচ করে দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এমনকি ভারতে খেলতে অস্বীকৃতি জানালে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের পয়েন্ট কেটে নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে রোববার আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে ভারতের জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি ও বিসিবির মধ্যে হওয়া এক ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো দেশে সরানো আইসিসির পক্ষে সম্ভব নয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে।

বাংলাদেশের ম্যাচ সূচি

টুর্নামেন্টের প্রথম দিন, ৭ ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে লিটনরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে।

এই চার ম্যাচ যদি শ্রীলঙ্কায় সরানো হতো, তাহলে ‘বি’ গ্রুপের সূচিতে বড় ধরনের অদলবদল করতে হতো। ওই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। আয়োজক হওয়ায় শ্রীলঙ্কা তাদের চারটি ম্যাচই ঘরের মাঠে খেলবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) ও পাল্লেকেলে—এই তিন ভেন্যুতেই বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা।

মোস্তাফিজ ইস্যুতে ঘনীভূত পরিস্থিতি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয় মূলত আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম বাদ পড়ার পর। ৩ জানুয়ারি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে। পরে জানা যায়, বিসিসিআইয়ের একেবারে শীর্ষ পর্যায় থেকেই এই সিদ্ধান্ত এসেছে এবং এ বিষয়ে কোনো ধরনের আলোচনাও করা হয়নি।

এই সিদ্ধান্ত ঘিরে ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদসহ অনেকেই বিসিসিআইয়ের কড়া সমালোচনা করেন।

সরকারের উদ্বেগ, তবু আইসিসির কঠোর অবস্থান

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে বাংলাদেশ দলের ম্যাচ খেলা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন মন্তব্য আসে বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টার পক্ষ থেকে। এরই মধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকেও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ক্রিকইনফোর প্রতিবেদন সত্যি হলে সব জটিলতা সত্ত্বেও আসন্ন বিশ্বকাপে লিটন দাস ও তানজিদ হাসান তামিমদের মাঠে নামতে হবে ভারতের মাটিতেই। সিদ্ধান্ত বদলের কোনো ইঙ্গিত এখনো দিচ্ছে না আইসিসি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন