Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তিন ক্রিকেটার পুনরায় দলে ফিরেছেন, যার মধ্যে রয়েছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারও। চোট সমস্যা থাকলেও দলে রাখা হয়েছে ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যানদের।

চোটাক্রান্ত ক্রিকেটারদের বিশ্বকাপ দলে রাখার কারণে হিসেবে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘চোট আক্রান্ত খেলোয়াড়দের খেলায় ফেরার পরিকল্পনা রয়েছে এবং টুর্নামেন্টের জন্য ফিট হওয়ার পথেই আছেন।’

প্রথমবার বিশ্বকাপে খেলবেন জ্যাকব ডাফি। পাশাপাশি দলে আছেন পেসার অ্যাডাম মিলনে। গত জুলাইয়ে সর্বশেষ কিউইদের হয়ে খেলেছিলেন এই পেসার। দলে আছেন তারকা অলরাউন্ডার জেমস নিশাম। দলে জায়গা না পেলেও ভ্রমণ রিজার্ভ হিসেবে দলে আছেন আরেক পেসার কাইল জেমিসন।

বিশ্বকাপ দলে জায়গা হয়নি অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো টিম রবিনসনের। মূলত টপ অর্ডারে ফাঁকা জায়গা না থাকায় তার কপাল পুড়েছে। ওপেনিং ও টপ-অর্ডারের জন্য ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্টকেই বেছে নেওয়া হয়েছে। উইকেটকিপিং করবেন সেইফার্ট, কনওয়ে থাকবেন ব্যাক-আপ হিসেবে।

কোচ রব ওয়াল্টার বলেন, ‘সব সময়ের মতো স্কোয়াডের ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিংয়ে শক্তি ও দক্ষতা দুটোই আছে, এমন বোলার আছে যারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে, আর পাঁচজন অলরাউন্ডার আছে—যারা প্রত্যেকেই আলাদা কিছু যোগ করে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড। যেখানে তাদের গ্রুপসঙ্গী আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড : মিচেল স্যান্টনার(অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে ওয়েলিংটন, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।

ভ্রমণ রিজার্ভ: কাইল জেমিসন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন