ছবি : সংগৃহীত
৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়ার পরও মোস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার ঘোষণায় ফুঁসে উঠেছে গোটা দেশ। শুধু ক্রিকেট বোর্ড নয়, বাংলাদেশের জনগণও কায়মনে চাচ্ছে, বাংলাদেশ যাতে কিছুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড শুধু বাংলাদেশের একজন ক্রিকেটার তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেনি। ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদেরও হেয় করেছে। এ কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে খেলতে যাবে না। শুধু তাই নয়, বাংলাদেশে আইপিএলও সম্প্রচার নিষিদ্ধ।
বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের পরামর্শে বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের জাতীয় দল ভারত যাবে না।
এমন অবস্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন, আইসিসি তিনটি প্রস্তাব দিতে পারে বিসিবিকে।
এক. বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং আইসিসির নিরাপত্তা কমিটি সে নিরাপত্তামূলক ব্যবস্থা সরেজমিনে পরখ করে তারপর বাংলাদেশ টিমকে ভারতে খেলতে যাওয়ার কথা বলবে।
দুই. বাংলাদেশের দাবি মেনে পুরো ফিকশ্চারে বদল এনে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ চারটি শ্রীলঙ্কায় সরিয়ে নেব।
তিন. রাষ্ট্রীয় নিরাপত্তায়ও যদি বাংলাদেশ দল ভারতে খেলতে না চায়, তাহলে আইসিসি ওই ম্যাচগুলো ওয়াকওভার (বাংলাদেশের পয়েন্ট শূন্য ধরে) বলে গণ্য করতে পারে।
তবে ভেতরের খবর, বাংলাদেশের পক্ষ থেকে ভারতে না খেলার যে জোর দাবি তোলা হয়েছে, সেটিই বহাল থাকার সম্ভাবনা বেশি। কেননা আইসিসি এ ব্যাপারে নমনীয় থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো চলে যাবে শ্রীলঙ্কায়।
এখন এ তিনটি প্রস্তাবের কোনটি শেষ পর্যন্ত আইসিসি বাস্তবায়ন করে, সেটিই দেখার।



