ছবি : সংগৃহীত
মোস্তাফিজ ইস্যুতে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। যে কারণে তারা ভেন্যু পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে।
আইসিসি যদি বিসিবির চিঠিতে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তন করে তাহলে বাংলাদেশের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যদি না করে, আর বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তাহলে বিশ্বকাপ থেকে বাংলাদেশ যে কোটি কোটি টাকা আয় করার কথা ছিল সেই সুযোগ হাতছাড়া করবে।
যে কারণে চলমান বিতর্কের মধ্যে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সাধারণ সম্পাদক বলেছেন, যদি বাংলাদেশ বিশ্বকাপে না খেলে, তাহলে বোর্ড বিশ্বকাপের রাজস্বের তার অংশ পাবে না।



