Logo
Logo
×

খেলা

মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের একতরফা সিদ্ধান্ত, আলোচনাই হয়নি গভর্নিং কাউন্সিলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম

মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের একতরফা সিদ্ধান্ত, আলোচনাই হয়নি গভর্নিং কাউন্সিলে

তিন দিন পেরিয়ে গেলেও আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে থামছে না আলোচনা-সমালোচনা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সিদ্ধান্তের জন্য দেশি-বিদেশি ক্রিকেটারদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। এবার সামনে এলো আরও চমকপ্রদ তথ্য—নিজেদের মধ্যে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের আজকের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের সদস্যরা তো বটেই, এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যদের সঙ্গেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সিদ্ধান্তটি এসেছে বোর্ডের একেবারে শীর্ষ পর্যায় থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা *ইন্ডিয়ান এক্সপ্রেস*-কে বলেন, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা আমরা সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, এমনকি আমাদের কাছ থেকে পরামর্শও নেওয়া হয়নি।’

বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজ আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমিতে তাঁর শিকার ৬৫ উইকেট। ২০২৪ মৌসুমে চেন্নাই সুপার কিংস তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টও দিয়েছিল। গত আসরে জেক ফ্রেজার ম্যাগার্ক না খেলতে পারায় টুর্নামেন্টের মাঝপথে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন মোস্তাফিজ।

চলতি মৌসুমে ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৪ লাখ টাকা) মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হন তিনি। তবে ৩ জানুয়ারি বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানান, বোর্ডের নির্দেশেই মোস্তাফিজকে বাদ দিতে বলা হয়েছে কলকাতাকে। নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই সিদ্ধান্তের পর কলকাতা নাইট রাইডার্সের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে ফলোয়ার কমতে শুরু করেছে। একই সঙ্গে পোস্টগুলোতে অ্যাংরি ও হাহা রিঅ্যাকশনসহ নেতিবাচক মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স।

ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের প্রভাবেই মূলত মোস্তাফিজ এবার আইপিএল খেলতে পারছেন না বলে মনে করছেন অনেকেই। এরই মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আইসিসি এখন বিশ্বকাপের নতুন সূচি তৈরির কাজ করছে। পাশাপাশি মোস্তাফিজ ইস্যুর জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন