মুস্তাফিজকে বয়কটের ডাক, কড়া বার্তা বিসিসিআইয়ের
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি : সংগৃহীত
কূটনৈতিক টানাপোড়েনে ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন বেশ উত্তপ্ত। এরই মাঝে আইপিএল ২০২৬-এর মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি তিনি। তবে মুস্তাফিজকে দলে নেওয়ায় ভারতে শুরু হয়েছে তোলপাড়, উঠেছে বয়কটের ডাক। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
মুস্তাফিজ দল পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ। দেশটির কিছু ধর্মীয় নেতা দাবি তুলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে সুযোগ দেওয়া উচিত নয়। এমনকি কেকেআর ও এর মালিক শাহরুখ খানকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের কিছু ধর্মীয় নেতা ম্যাচের পিচ নষ্ট করার হুমকিও দিয়েছেন।
মুস্তাফিজকে দলে টানায় ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না, এটাই আমার শপথ। শাহরুখ খানের মতো গাদ্দাররা বিষয়টি বুঝে নেওয়া উচিত।’
মাঠের বাইরের এই উত্তাপ নিয়ে অবশেষে মুখ খুলেছে বিসিসিআই। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কোনো আইনি বা সরকারি নিষেধাজ্ঞা নেই।
বোর্ডের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা বুঝি এটি একটি স্পর্শকাতর বিষয়। কূটনৈতিক পরিস্থিতির ওপর আমাদের নজর আছে এবং আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়। তাই নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই।’
বোর্ড আরও নিশ্চিত করেছে, ভিসা প্রাপ্তি বা অন্যান্য লজিস্টিক বিষয়েও মুস্তাফিজের কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিসিসিআই ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার নীতিতেই অটল থাকতে চায়।
আইপিএলে এখনও পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। গড় ২৮.৪৫ এবং ইকোনমি ৮.১৩। বিশেষ করে ডেথ ওভারে তার স্লোয়ার-কাটার ভয়ঙ্কর। মুস্তাফিজকে নিয়ে চতুর্থবারের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছে কলকাতা নাইট রাইডার্স। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে (নিউজিল্যান্ড সিরিজ) টুর্নামেন্টের কিছু ম্যাচে মুস্তাফিজকে না-ও পেতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।



