Logo
Logo
×

খেলা

রোনালদোর জোড়া গোলে আল নাসরের ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম

রোনালদোর জোড়া গোলে আল নাসরের ইতিহাস

৪০ পেরোনো বয়সেও ক্রিস্টিয়ানো রোনালদো যেন সময়কে পিছনে ফেলে ছুটছেন। গোলের পাশাপাশি অ্যাসিস্টেও নিয়মিত অবদান রেখে পর্তুগিজ ফরোয়ার্ড আল নাসরকে রীতিমতো অপ্রতিরোধ্য করে তুলেছেন। এবার তাঁর নৈপুণ্যেই সৌদি প্রো লিগে নতুন ইতিহাস গড়ল রিয়াদের ক্লাবটি।

রোববার রাতে রিয়াদের আল আওয়াল পার্কে সৌদি প্রো লিগে আল আখদুদকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। এই জয়ের মাধ্যমে ২০২৫-২৬ মৌসুমে টানা ১০ ম্যাচ জিতে সৌদি প্রো লিগে নতুন রেকর্ড গড়েছে আল নাসর।

এর আগে এই রেকর্ড ছিল আল হিলালের দখলে। ২০১৮-১৯ মৌসুমে হোর্হে জেজুসের কোচিংয়ে আল হিলাল টানা ৯ ম্যাচ জিতেছিল। সেই জেজুসের অধীনেই এবার ইতিহাসটা নিজেদের করে নিল আল নাসর।

আল আখদুদের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আল নাসর। ৩১ মিনিটে জোয়াও ফেলিক্সের কর্নার থেকে আনহেলো গ্যাব্রিয়েলের হেড রোনালদো ব্যাকহিল ফিনিশে জালে পাঠান। প্রথমার্ধ শেষের ঠিক আগে, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে ফ্লিকে দ্বিতীয় গোলটি করেন রোনালদো।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আল নাসরের তৃতীয় গোলটি করেন জোয়াও ফেলিক্স। ৯০ মিনিটের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোলটি আসে।

ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দলের উদ্‌যাপনের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন রোনালদো। ক্যাপশনে তিনি লেখেন, কঠোর পরিশ্রমই সফলতার একমাত্র উপায়।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১৩ গোল করেছেন রোনালদো, সঙ্গে আছে ৩টি অ্যাসিস্ট। এর মধ্যে সৌদি প্রো লিগেই তাঁর গোল ১২টি।

১০ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আল নাসর। সমান ম্যাচ খেলে ২৬ ও ২৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে আল হিলাল ও আল তাওউন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন