শুরুর আগেই বিতর্কে বিপিএল, মাঠের খেলায় কি চাপা পড়বে মাঠের বাইরের ঝড়?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
এ যেন হওয়ারই ছিল—অন্তত বিপিএলের অতীত ইতিহাস সেটাই বলে। শুরুর ঘণ্টা বাজার আগেই চারপাশে বিতর্কের গুঞ্জন। গতবার ‘অন্য রকম বিপিএল’-এর ঘোষণা দিয়ে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি শুরু থেকেই উপহার দিয়েছিল বিতর্কে ঘেরা এক আসর। এবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবি পরিচ্ছন্ন বিপিএলের অঙ্গীকার করলেও টুর্নামেন্ট শুরুর আগেই দেখা দিল নতুন বিতর্ক।
সবচেয়ে বড় ধাক্কা আসে গতকাল সকালে। হুট করেই চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস। অথচ নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে নাঈম শেখকে কিনেছিল তারা। পরে একে একে সামনে আসে নেতিবাচক তথ্য—ব্যাংক গ্যারান্টির পুরো অর্থ পরিশোধ না করা, এমনকি টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের দেওয়ার কথা থাকা ২৫ শতাংশ পারিশ্রমিকও দিতে না পারা।
ফলে আজ থেকে শুরু হওয়া বিপিএলে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজিটির দায়িত্ব এসে পড়ে বিসিবির কাঁধে। স্বল্প সময়ের মধ্যেই কোচ হিসেবে নিয়োগ পান মিজানুর রহমান বাবুল। টিম ডিরেক্টর করা হয় বিপিএলের টেকনিক্যাল কমিটির সদস্য হাবিবুল বাশার সুমনকে। বিদেশি ক্রিকেটারদের দ্রুত দলে যুক্ত করাই এখন তার প্রধান চ্যালেঞ্জ। জাতীয় দলের সাবেক ম্যানেজার নাফিস ইকবালকে করা হয়েছে দলের ম্যানেজার। এমন অপ্রস্তুত অবস্থাতেই আজ সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম।
তবে বিতর্কে কেবল চট্টগ্রামই নয়, নোয়াখালী এক্সপ্রেসও কম পিছিয়ে নেই। অনুশীলন ব্যবস্থাপনার ঘাটতিতে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে চলে যান দলের কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। এমনকি কোচের দায়িত্বে না থাকার ঘোষণাও দেন তারা। পরে অবশ্য ইউটার্ন নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকের পর ফেরেন দায়িত্বে।
বিকেলে সাংবাদিকদের সুজন বলেন, এটা আসলে ভুল–বোঝাবুঝি। মুহূর্তের উত্তেজনায় এমনটা হয়েছে। অনুশীলনে প্রয়োজনীয় ফ্যাসিলিটি ও ইকুইপমেন্ট না পাওয়ায় মেজাজ খারাপ হয়েছিল। হয়তো একটু বাজে ব্যবহার করে ফেলেছি।
নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক জানান, যাঁর সঙ্গে সুজনের বাকবিতণ্ডা হয়েছিল, তাঁকে ফ্রাঞ্চাইজি থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরই অধিনায়ক হিসেবে সৈকত আলীকে ঘোষণা করে আরেক দফা চমক দেয় নোয়াখালী। অথচ দলে ছিলেন সৌম্য সরকার, হাসান মাহমুদ, জাকের আলীর মতো জাতীয় দলের অভিজ্ঞ তারকারা।
এমন পরিস্থিতিতে বিসিবির ওপর চাপ বাড়াটাই স্বাভাবিক। বিপিএলের সদস্যসচিব ইফতিখার রহমান মিঠু তা স্বীকার করলেন অকপটে। তিনি বলেন, অবশ্যই আমরা চাপে আছি। দু–তিন ঘণ্টা আগে যদি কোনো দল বলে আর্থিকভাবে সাপোর্ট দিতে পারছে না, তাহলে সেটা বিশাল চাপ তৈরি করে।
মিঠুর মতে, পর্যাপ্ত সময় পেলে আরও গোছানো বিপিএল আয়োজন করা সম্ভব হতো। আগে থেকে দল থাকলে কাজ অনেক সহজ হতো। এখন নতুন করে দল সাজাতে হয়েছে। আগের চুক্তিগুলো শেষ হয়ে গিয়েছিল। দুই মাসে এত বড় টুর্নামেন্ট আয়োজন সত্যিই কঠিন, বলেন তিনি।
নোয়াখালী–চট্টগ্রাম ম্যাচের আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। দুই দলই এখন পর্যন্ত নিজেদের নেতিবাচক আলোচনার বাইরে রেখেছে। রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, স্বাগতিক দলের বিপক্ষে খেলা সব সময়ই রোমাঞ্চকর, এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদের দল পুরোপুরি প্রস্তুত।
অন্যদিকে সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, রাজশাহীকে হালকা করে দেখার সুযোগ নেই। ওদের দল খুব ভালো ও ভারসাম্যপূর্ণ। আশা করি, আজ একটি ভালো ম্যাচ উপহার দিতে পারব, বলেন তিনি।



