Logo
Logo
×

খেলা

বিপিএলে ভালো খেলে বিশ্বকাপের দলে থাকতে চান সাইফউদ্দিন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

বিপিএলে ভালো খেলে বিশ্বকাপের দলে থাকতে চান সাইফউদ্দিন

ছবি : সংগৃহীত

বিপিএলকে সামনে রেখে আজ রোববার থেকে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। দলটির হয়ে এবার খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলটিতে আরো আছেন সাইফ হাসান-তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারির মতো ক্রিকেটাররা।

দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকায় একাদশে জায়গা পেতেও কঠিন লড়াই করতে হবে সাইফউদ্দিনকে। এই পেস বোলিং অলরাউন্ডার মনে করেন জাতীয় দলে জায়গা করে নেয়ার বড় মঞ্চ হলো বিপিএল। আসন্ন বিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলে নিয়মিত হতে চান সাইফউদ্দিন। আপাতত বিশ্বকাপ দলে জায়গা করে নেয়াই তার মূল লক্ষ্য।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে সাইফউদ্দিন বলেন, 'প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগে, যে দাম দিয়েই নেওয়া হোক না কেন, সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। বিপিএল বাংলাদেশের শীর্ষ টুর্নামেন্টগুলোর মধ্যে একটি। এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে জাতীয় দলে খেলার সুযোগ দ্রুত আসে।'

বিশ্বকাপের আগে বিপিএলকে প্রস্তুতির সেরা মঞ্চ মনে করছেন সাইফউদ্দিন, 'আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোন সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাআল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার। এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার।'

ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের পেস বোলিং কিংবদন্তি শোয়েব আখতার। তার সঙ্গে দেখা হলে অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করবেন সাইফউদ্দিন, 'প্লেয়ারদের যখন শুটিং ছিল, ঐদিন উনি আসেনি। এরপরের দিন উনি পরের দিন শুটিং করেছে। যার কারণে উনার সাথে দেখা বা কথা হয়নি। আমি একটা ইন্টারভিউতে দেখেছি উনি হয়তোবা জানুয়ারির মাঝামাঝি আসতে পারে। আসলে ইনশাআল্লাহ তখন উনার অভিজ্ঞতা জানার চেষ্টা করব এবং কিছু অভিজ্ঞতা উনার থেকে নেওয়ার চেষ্টা করব।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন