১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ইমরান খানের পাশে কামিন্স
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে ছিলেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাডিলেড টেস্ট দিয়ে মাঠে ফিরেছেন এই তিনি। ফেরার ম্যাচেই বল হাতে ঝলক দেখিয়েছেন এই অজি পেসার। অধিনায়ক হিসেবে টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এতে ইতিহাসের মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ১৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন কামিন্স। তার আগে এই রেকর্ড ছিল কেবল পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের।
শনিবার (২০ ডিসেম্বর) অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট শিকার করেন কামিন্স। দ্বিতীয়টি ছিল ওলি পোপের। এই উইকেটের মাধ্যমে টেস্টে অধিনায়ক হিসেবে ১৫০ উইকেট পূর্ণ করেন তিনি। পোপকে সাজঘরে পাঠানোর আগে বেন ডাকেট ও পরে জো রুটকে বিদায় করেন তিনি।
অধিনায়ক হিসেবে ৩৮ টেস্টে কামিন্সের এখন উইকেট সংখ্যা ১৫১টি। তার বোলিং গড় ২২.৩৮। তিনি নয়বার ইনিংসে ৫ উইকেট ও একবার ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন। আর সাবেক অলরাউন্ডার ইমরান খান ৪৮ টেস্টে ১৮৭ উইকেট পেয়েছেন ২০.২৬ গড়ে।
সব মিলিয়ে ৭২তম টেস্ট খেলছেন কামিন্স। ২১.৯৭ গড়ে এখন পর্যন্ত তিনি নিয়েছেন ৩১৫ উইকেট। তিনি ১৪ বার ইনিংসে ৫ উইকেট ও দুবার ম্যাচে ১০ উইকেট দখল করেছেন এই অজি অধিনায়ক।



