Logo
Logo
×

খেলা

বিশ্বরেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম

বিশ্বরেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাকে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ভারত। ম্যাচে ব্যাটই করতে নামতে হয়নি হার্দিক পান্ডিয়াতে। তবে বল হাতে ৩ ওভারে ২৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। ধর্মশালা স্টেডিয়ামে ছোট এই অবদানের মাধ্যমেই একটি বিশ্বরেকর্ড গড়ে ফেললেন এই অলরাউন্ডার। 

ক্রিকেট ইতিহাসের প্রথম পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ পূর্ণ করেছেন হার্দিক। ব্যাট হাতে হাজার রান আগেই পেরিয়েছিলেন, রোববার (১৪ ডিসেম্বর) সপ্তম ওভারে ট্রিস্টান স্টাবসকে ফিরিয়ে শততম উইকেট উদযাপন করেন হার্দিক। টি-টোয়েন্টিতে এক শ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। এই কীর্তি আছে কেবল আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহর। তথ্য এনডিটিভির।

আরশদীপ সিং ৭০টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১০৭টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট ৮.৩৫ এবং সেরা বোলিং ফিগার ৯ রানে ৪ উইকেট। অন্যদিকে, জসপ্রিত বুমরাহ ৮২টি ম্যাচে ১০১টি উইকেট শিকার করেছেন। তার ইকোনমি রেট দুর্দান্ত- ৬.৩৫ এবং সেরা বোলিং ফিগার ৭ রানের ৩ উইকেট।

হার্দিকের আগে বিশ্ব ক্রিকেটে মাত্র চারজন ক্রিকেটার টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার রান ও একশ উইকেটের ‘ডাবল’ পূর্ণ করেছেন। তারা হলেন বাংলাদেশের সাকিব আল হাসান (২,৫৫১ রান, ৫৩ ছক্কা ও ১৪৯ উইকেট), আফগানিস্তানের মোহাম্মদ নবী (২,৪১৭ রান, ১২২ ছক্কা ও ১০৪ উইকেট), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২,৮৮৩ রান, ১৩৩ ছক্কা ও ১০২ উইকেট) এবং মালয়েশিয়ার বিরানদীপ সিং (৩,১৮০ রান, ১৩১ ছক্কা ও ১০৯ উইকেট)। এই চারজনই স্পিনার।

ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া ১২২টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১ হাজার ৯৩৯ রান করেছেন। তার গড় ২৮.১০, স্ট্রাইক রেট ১৪১.৫৩। এই সময়ে তিনি ছয়টি অর্ধশতক হাঁকিয়েছেন এবং মেরেছেন ১০১টি ছক্কা।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন