Logo
Logo
×

খেলা

মেসির সঙ্গে ছবি তুলতে লাগবে ১৩ লাখ টাকারও বেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ এএম

মেসির সঙ্গে ছবি তুলতে লাগবে ১৩ লাখ টাকারও বেশি

ছবি : সংগৃহীত

ভারতজুড়ে শুরু হয়েছে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে আর্জেন্টাইন তারকা এই সপ্তাহেই পা রাখছেন ভারতে। তিন দিনের এই সফরে মেসিকে একনজর দেখতে হাজারো ভক্ত অপেক্ষায় থাকলেও তার সঙ্গে ছবি তোলার সুযোগ মিলবে মাত্র ১০০ ভাগ্যবান ভক্তের।

আয়োজকদের বরাতে জানা গেছে, মেসির সঙ্গে ব্যক্তিগতভাবে ছবি তুলতে চাইলে জনপ্রতি খরচ হবে ৯.৯৫ লাখ রুপি— বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকারও বেশি। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে বিশেষ একটি অনলাইন অ্যাপের মাধ্যমে। ছবি তোলার স্থান নির্ধারণ করা হয়েছে হায়দরাবাদের ঐতিহাসিক ফালাকনুমা প্যালেস।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় হায়দরাবাদে পৌঁছাবেন মেসি। বিমানবন্দর থেকে সরাসরি যাবেন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম— উপল স্টেডিয়ামে। সেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টার এক বিশেষ অনুষ্ঠান, যেখানে থাকবে ফুটবল, বিনোদন ও তারকাদের উপস্থিতি।

মেসির সঙ্গে সফরে থাকছেন তাঁর বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো ডি পল এবং দীর্ঘদিনের সঙ্গী উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। অনুষ্ঠানের শুরুতেই থাকবে ২০ মিনিটের একটি প্রদর্শনী ম্যাচ, যেখানে সিঙ্গারেনি আরআর-৯ দলের বিপক্ষে খেলবে মেসির ‘অপর্ণা মেসি অল স্টারস’। দুই দলে মোট ১৫ শিশু অংশ নেবে, আর শেষ পাঁচ মিনিট মাঠে নামবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

প্রদর্শনী ম্যাচ ছাড়াও মেসি, সুয়ারেজ ও দে পল বাচ্চাদের সঙ্গে ফুটবল কৌশল শেখানোর সেশন পরিচালনা করবেন। সঙ্গে থাকবে পাঁচ মিনিটের একটি পেনাল্টি শুটআউটও।

হায়দরাবাদে আসার আগে মেসি ১৩ ডিসেম্বর সকালে পৌঁছাবেন কলকাতায়। সেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তার সম্মানে একটি ভাস্কর্য উন্মোচন করা হবে এবং আয়োজন করা হবে একটি প্রীতি ম্যাচের। এরপর বিকেলের দিকে হায়দরাবাদে এবং পরে মুম্বাই হয়ে সফরের শেষ গন্তব্য দিল্লিতে পৌঁছাবেন তিনি। ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে মেসির।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন