Logo
Logo
×

খেলা

মায়ামি না উরুগুয়ে, দোটানায় সুয়ারেজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম

মায়ামি না উরুগুয়ে, দোটানায় সুয়ারেজ

ছবি : সংগৃহীত

মেজর লিগ সকার (এমএলএস) শিরোপা জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই অনিশ্চয়তায় পড়েছে দলটির তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের ভবিষ্যৎ। চলতি বছরের শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইন্টার মায়ামিতে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে ‘পিস্তলেরো’র। একদিকে রয়েছে চুক্তি নবায়নের প্রস্তাব, অন্যদিকে শৈশবের ক্লাব নাসিওনালে ফেরানোর চেষ্টা—সব মিলিয়ে সিদ্ধান্তের ভার এখন পুরোপুরি সুয়ারেজের কাঁধে।

গত সপ্তাহে এমএলএস কাপ জিতলেও মায়ামিতে সুয়ারেজের থাকা নিশ্চিত নয়। ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি নবায়নের প্রস্তাব রাখা হয়েছে, তবে আগের চুক্তির তুলনায় তা অনেকটাই ভিন্ন। জানা গেছে, আর্থিক সংকটে থাকা মায়ামি নতুন প্রস্তাবে উল্লেখযোগ্য বেতন কমানোর শর্ত জুড়ে দিয়েছে।

ইন্টার মায়ামির সভাপতি হোর্জে মাস এ বিষয়ে বলেন, “লুইস একজন কিংবদন্তি। মৌসুম শেষ হলে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তারই। যদি সে আরও এক বছর থাকতে চায়, আমরা খুশিই হব। তবে এরপর অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। শেষ কথা বলবে সে নিজেই।”

মায়ামির পরিকল্পনাতেও পরিবর্তনের আভাস মিলছে। কনকাক্যাফ চ্যাম্পিয়নস লিগ জয়ের লক্ষ্য সামনে রেখে দল নতুন করে সাজাতে চায় ক্লাব কর্তৃপক্ষ। পরের মৌসুমে সুয়ারেজের ভূমিকাকে তুলনামূলক সীমিত রাখা হতে পারে—যা চলতি মৌসুমের শেষ দিকে স্পষ্ট ছিল, যখন গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে বেঞ্চেই বসে থাকতে দেখা গেছে। পাশাপাশি নতুন ফরোয়ার্ড হিসেবে টিমো ভেরনারকে দলে ভেড়ানোর জন্য আলোচনা শুরু করেছে মায়ামি।

এই পরিস্থিতিতে সামনে এসেছে আবেগী বিকল্প—উরুগুয়েতে ফেরা। সুয়ারেজের ‘ঘরের ক্লাব’ নাসিওনাল তাকে ফেরাতে মরিয়া। ক্লাবটির সঙ্গে ইতোমধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে, এমনকি চূড়ান্ত ম্যাচের আগেই আলোচনা শুরু হয়েছিল। নাসিওনালের কোচ জাদসন ভিয়েরার কাছ থেকে একটি সরাসরি ফোনকলেরও অপেক্ষা করা হচ্ছে, যেখানে সুয়ারেজকে মূল চরিত্র করে একটি প্রকল্প তুলে ধরা হবে।

৩৯ বছর বয়সী সুয়ারেজ স্পষ্টভাবে জানাতে চান, তিনি বেঞ্চে বসে নয়—মাঠে থেকেই ক্যারিয়ারের ইতি টানতে চান। নাসিওনাল তাকে সেটাই দিতে প্রস্তুত। কোপা লিবার্তাদোরেস, উরুগুয়ে লিগের শিরোপা লড়াই, আর বন্ধু দিয়েগো লোদেরো ও সেবাস্তিয়ান কোয়েটসের সঙ্গে খেলার সুযোগ—সবকিছুই রয়েছে প্রস্তাবে।

তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মায়ামি, নাসিওনাল অথবা অবসর—তিন পথই খোলা। শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন বিশ্বফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার, সেটিই এখন ফুটবলবিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন। সিদ্ধান্তটা কেবল একজনের—লুইস সুয়ারেজের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন