Logo
Logo
×

খেলা

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন বিদেশি যেসব তারকা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন বিদেশি যেসব তারকা

ছবি : সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ইতোমধ্যে প্লেয়ার বেচা-কেনার অনুষ্ঠান নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন গত আসরে সর্বোচ্চ রান করা বাংলাদেশ দলের অনিয়মিত তারকা নাঈম শেখ।

আজ আমরা জানার চেষ্টা করব ২০১২ সাল থেকে গত ১১টি আসরে বিদেশি যেসব তারকা বিপিএলে অংশ নিয়ে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন।

১. শহীদ আফ্রিদি : ২০১২ সালের আসরে ৭ লাখ ডলারে শহীদ আফ্রিদিকে দলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বিপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার পাকিস্তানের এই কিংবদন্তি।

২. ক্রিস গেইল : ২০১২ সালের আসরে ৫ লাখ ৫১ হাজার ডলারে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে দলে টানে বরিশাল বার্নার্স।

৩. মারলন স্যামুয়েলস : ২০১২ সালের বিপিএলে ৩ লাখ ৬০ হাজার ডলারে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে দলে নেয় দুরন্ত রাজশাহী।

৪. কাইরন পোলার্ড : ২০১২ সালের বিপিএলে ৩ লাখ ডলারে কাইরন পোলার্ডকে দলে টানে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

৫. ইমরান নাজির : ২০১৩ সালের আসরে ২ লাখ ৮০ হাজার ডলারে পাকিস্তানের তারকা ওপেনার ইমরান নাজিরকে দলে টানে চিটাগং কিংস।

৬. শহীদ আফ্রিদি : ২০১৩ সালের টুর্নামেন্টে ২ লাখ ৭৫ হাজার ডলারে শহীদ আফ্রিদিকে দলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

৭. আজহার মাহমুদ : ২০১৩ সালে নিলাম থেকে ২ লাখ ৬ হাজার ডলার দিয়ে আজহার মাহমুদকে দলে নেয় বরিশাল বার্নার্স।

৮-৯. শোয়েব মালিক এবং ডোয়াইন ব্রাভো : ২০১২ সালের নিলামে ১ লাখ ৫০ হাজার ডলারে দল পান শোয়েব মালিক এবং ডোয়াইন ব্রাভো। দুজনকেই দলে নেয় চিটাগং কিংস।

১০. ব্র্যাড হজ : ২০১২ সালের আসরে ১ লাখ ৪০ হাজার ডলারে ব্র্যাড হজকে দলে টানে বরিশাল বার্নার্স।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন