অবসরের আগে ঘরের মাঠে আরেকবার খেলতে চান সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত সাকিব আল হাসান এখনও দেশের মাটিতে শেষবারের মতো ব্যাট-বল হাতে নামার স্বপ্ন দেখছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরা হয়নি তার। কবে ফিরবেন, তাও অনিশ্চিত। তবু মনের ভেতর আগলে রেখেছেন একটি ইচ্ছা। দেশের জার্সিতে অন্তত একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।
২০২৪ সালের অক্টোবরে ভারতের কানপুরে বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচের পর থেকেই জাতীয় দল থেকে বাইরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশে একটি টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় তা আর সম্ভব হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এই সাবেক অধিনায়ক। আগামী মার্চে তার বয়স ৩৯ হতে চলেছে। বয়স, ফর্ম, ফিটনেস—সব মিলিয়ে সাকিবের এই ইচ্ছা পূরণ হবে কিনা, সেটি নিয়েও আলোচনা চলছে।
‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব জানান, তিনি এখনো কোনো সংস্করণ থেকেই আনুষ্ঠানিক অবসর নেননি। তার ভাষায়, ‘এই প্রথম বলছি, আমি চাই দেশে ফিরে ওয়ানডে, টেস্ট বা টি–টোয়েন্টি—যেকোনো একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যেতে।’
তিনি আরও বলেন, ‘একটি সিরিজ পেলেই আমি খুশি। এটি টি–টোয়েন্টি দিয়ে শুরু হতে পারে, কিংবা টেস্ট বা ওয়ানডে দিয়েও। যেভাবেই হোক, আমি একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাই। সেজন্যই এখনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছি। দেশে ফেরার ব্যাপারেও আমি আশাবাদী।’
ভক্তদের প্রতি কৃতজ্ঞ সাকিব জানান, ‘আমার পারফরম্যান্স যাই হোক, এটা ভক্তদের বিদায় জানানোর সেরা উপায়। ঘরের মাঠে আরেকবার খেলতে পারলে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো যাবে।’
আন্তর্জাতিক অভিজ্ঞতায় ভরা ক্যারিয়ারের শেষ যাত্রাটা বাংলাদেশের দর্শকদের সামনে হতে পারে কিনা—এখন সেই অপেক্ষা।



