Logo
Logo
×

খেলা

‘কোহলি দলে থাকলে সুপারম্যানের কী দরকার’

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

‘কোহলি দলে থাকলে সুপারম্যানের কী দরকার’

ছবি : সংগৃহীত

সুপারম্যান হলেন এমন একজন, তিনি ভিন্ন গ্রহ থেকে আসা একজন উন্নত মানব। যার সুপার স্ট্রেংথ, উড়ে যাওয়ার ক্ষমতা এবং অন্যান্য অতিমানবীয় শক্তি থাকে তাকেই সুপারম্যান বলা হয়ে থাকে।

ক্রিকেট বিশ্বের এই সময়ের সুপারম্যান বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ এই তারকা দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন

ইতোমধ্যে ৮৪টি সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করার জোড়ালো সম্ভাবনা তৈরি করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

গত রোববার রাাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ বলে ১১টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১৩৫ রানের ইনিংস খেলেন কোহলি। আজ বুধবার রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। এদিন তিনি ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০২ রানের ইনিংস খেলেন।

বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়ের (১০৫) সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৫৮ রান করে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর ভারত।

ভারতের ব্যাটিং চলাকালিন সময়ে ধারাভাষ্যকার সুনিল গাভাস্কার বিরাট কোহলির ভূঁয়সী প্রশংসা করে বলেন, ‘আপনার দলে যদি বিরাট কোহলির মতো তারকা থাকে, তাহলে আর সুপারম্যানের কী দরকার!’

গাভাস্কার আরও বলেন, ‘ওর ক্যারিয়ারের রেকর্ডের দিকে তাকান। দেখবেন কত সিঙ্গেলস নিয়েছে সে। যেকোনো ফরম্যাটেই সিঙ্গেলস হলো ব্যাটিংয়ের প্রাণ। এতে ব্যাটসম্যান মনে করে সে এগিয়ে যাচ্ছে, আটকে নেই কোথাও। এর মানে, বোলাররা তাকে আটকে রাখতে পারছে না। কোহলি শুধু নিজের রান নিয়ে ভাবে না, সঙ্গীর জন্যও বাড়তি রান বের করে নেয়। রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটিতেই তো সেটা দেখা গেল। ৫৩তম সেঞ্চুরি। এককথায় অবিশ্বাস্য, অসাধারণ।’

৩৭ বছর বয়সী কোহলি আজ ৫৩তম ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছাতে বল খেলেছেন ৯০টি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৮৪তম সেঞ্চুরি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন