ছবি : সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলংকার চরম ব্যাটিং বিপর্যয়। শাহিন শাহ আফ্রিদির গতি, মোহাম্মদ নওয়াজের বাঁহাতি স্পিন আর আবরার আহমেদের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ১৯.১ ওভারে ১১৪ রানেই অলআউট শ্রীলংকা।
শনিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে ৩ উইকেটে ১০৩ রান করে শ্রীলংকা। এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানে ইনিংস গুটায় শ্রীলংকা।
শ্রীলংকার হয়ে ৪৭ বলে দুটি চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার কামিল মিশ্রা। ১৪ রান করেন ওয়ানডাউনে নামা কুশাল মেন্ডিস। আর ১১ রান করেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৩ ওভারে মাত্র ১৮ রানে ৩ উইকেট শিকার করেন। ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন আবরার আহমেদ।



