Logo
Logo
×

খেলা

৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষে ১২০ বলে ১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে বিপদে বাংলাদেশ। দলীয় মাত্র ৪ রানেই ফিরেছেন দুই তারকা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাস।

হ্যারি টাকারের ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে আইরিশরা। দলের হয়ে মাত্র ৪৫ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৯ রান করেন হ্যারি টাকার।

জয়ের জন্য বাংলাদেশ দলকে ১২০ বলে ১৮২ রান করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আইরিশরা। ৪.২ ওভারে দলীয় ৪০ রানে ফেরেন অধিনায়ক পল স্টারলিং। তিনি তানজিম হাসান সাকিবের শিকারে পরিনত হওয়ার আগে ১৮ বলে ২১ রান করেন।
এরপর টিম ট্যাক্টর ও হ্যারি ট্যাক্টর ২৪ বলে ২১ রানের জুটি গড়েন। দুই ভাইয়ের মধ্যকার এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১৯ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন টিম ট্যাক্টর।

১৩.৩ ওভারে দলীয় ১০৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন লরকান টাকার। তিনি শরিফুলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৪ বলে ১৮ রান করেন। 
দলীয় ১৪৯ রানে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ক্যাচে পরিনত হন কার্টিস ক্যাম্পার। তিনি ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন।
পঞ্চম ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে রীতিমতো তাণ্ডব চালান হ্যারি ট্যাক্টর। তিনি ৪৫ বল মোকাবেলা করে ৫টি দৃষ্টি নন্দন ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন। তার ফিফটির সুবাদে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আয়ারল্যান্ড। 

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৪১ রান খরচ করে ২ উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ২৩ রানে কোনো সাফল্য পাননি মোস্তাফিজুর রহিমান। ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট নেন মোহাম্মদ রিশাদ। আর ৪ ওভারে ৪২ রানে ১ উইকেট নেন মোহাম্মদ শরিফুল ইসলাম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন