বিশ্বকাপে টানা তিন ম্যাচই কলকাতায় খেলবে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী টানা তিন ম্যাচই বাংলাদেশ খেলবে কলকাতায়।
এমন সূচি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সবগুলো দলই টি-টোয়েন্টি ফরম্যাটে শক্তিশালী। কলকাতায় টানা তিন ম্যাচ খেলার সুযোগ আমাদের জন্য বাড়তি সুবিধা হতে পারে। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেটটা খেলতে।”
আয়ারল্যান্ড সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন লিটন। তিনি বলেন, “আমি চাই আমার খেলোয়াড়রা কঠিন পরিস্থিতিতে পড়ুক। আগের সিরিজে আমরা কঠিন অবস্থায় পড়ে জয় পাইনি। এবার চেষ্টা করব সেই পরিস্থিতি থেকে বের হয়ে ম্যাচ জিততে।”
প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না লিটন। তার ভাষ্য, “আমাদের সক্ষমতা আছে, আমরা যদি শতভাগ ক্রিকেট খেলতে পারি তবে দাপুটে জয় সম্ভব। তবে প্রতিটি দলকেই সম্মান করতে হবে। যেদিন যে দল ভালো খেলবে, জয় তাদেরই হবে। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেটটা উপহার দিতে।”



