ভারতকে হারিয়ে ইতিহাস, হামজা-জামালদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আজ জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই দর্শকসারি ভরে যায় উপচেপড়া ভিড়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টা ও বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরাও।
মাঠে লড়াইয়ে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে ভারতকে—২২ বছর পর প্রতিবেশী প্রতিপক্ষের বিপক্ষে এ জয়ে পুরো ক্রীড়াঙ্গনে নেমে আসে উৎসবের আমেজ। জাতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে এই ঐতিহাসিক সাফল্যের আনন্দ ভাগ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জয়ের পরপরই তিনি দলকে উৎসাহ দিতে ঘোষণা করেন ২ কোটি টাকার বোনাস। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান জানান, উপদেষ্টার এই উদার ঘোষণায় খেলোয়াড়রা আরও অনুপ্রাণিত হয়েছেন। বাফুফে সভাপতি ইতোমধ্যে নৈশভোজে অংশ নিতে হোটেলে পৌঁছেছেন। অন্যদিকে ম্যাচজয়ী হিরো হামজা আগামীকাল সকালেই ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
নারী ফুটবলেও উদারতার দৃষ্টান্ত রেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এর আগেও তিনি নারী ফুটবলারদের দুটি সাফল্যে মোট দেড় কোটি টাকা পুরস্কার দিয়েছেন—সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। উভয় প্রতিশ্রুতিই তিনি পূরণ করেছেন।
অন্যদিকে বাফুফে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জন্য দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিলেও এক বছর পার হয়ে গেলেও এখনো তা বাস্তবায়ন করতে পারেনি।



