ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচের শুরুতেই বাজিমাত করল বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দিলেন তারকা মিডফিল্ডার শেখ মোরসালিন।
মোরসালিনের গোলে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক মেতে উঠেছে বাঁধভাঙা উল্লাসে।
এদিন বাঁ-পাশ থেকে দ্রুত গতিতে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। তার বাড়ানো নিখুঁত পাস ভারতের গোলরক্ষকের সামনে থেকে ক্ষিপ্রতার সাথে জালে জড়িয়ে দেন মোরসালিন। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল।
ম্যাচের প্রথম ১০ মিনিটে বল বাংলাদেশের অর্ধেই বেশি ছিল, কিন্তু ভারত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এই সময়েই বাংলাদেশ দল সুযোগ বুঝে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেয়।
এদিনের একাদশে কোচ কিছুটা চমক দেখিয়েছেন। চোট কাটিয়ে ফিরে এসে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন, তার সাথে আছেন শমিত সোম। তবে দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়রের জায়গা হয়নি আজকের একাদশে।
এর আগে গত ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন শমিত।
বাংলাদেশ ভারত ফুটবল খেলা



