Logo
Logo
×

খেলা

আইসিসি থেকে বাবর পেলেন দুঃসংবাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

আইসিসি থেকে বাবর পেলেন দুঃসংবাদ

বাবর আজম। ছবি : সংগৃহীত

ব্যাট হাতে রেকর্ড গড়া সেঞ্চুরি, সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব- সব মিলিয়ে দারুণ ছন্দে ছিলেন বাবর আজম। কিন্তু তৃতীয় ওয়ানডেতে একটি মুহূর্তের হতাশা তাকে ম্যাচ শেষে অন্য এক আলোচনায় টেনে এনেছে। আউট হওয়ার পর স্টাম্পে ব্যাট ছুঁড়ে মেরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে শাস্তি দিয়েছে আইসিসি।

তৃতীয় ওয়ানডের ২১তম ওভারে আউট হওয়ার পর বাবর ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। আচরণবিধির ২.২ ধারা— অর্থাৎ ‘ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার’-এর আওতায় পড়ায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট, যা গত ২৪ মাসে তার প্রথম শাস্তি।

মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রাশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদির প্রতিবেদন অনুযায়ী ম্যাচ রেফারি আলী নাকভি এ শাস্তির সুপারিশ করেন। তবে বাবর অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধে ন্যূনতম সতর্কবার্তা থেকে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ কাটাসহ এক বা দুই ডিমেরিট পয়েন্টের শাস্তি দেওয়া যায়।

তবে এই শাস্তি সিরিজে বাবরের পারফরম্যান্সের ওপর কোনো ছায়া ফেলেনি। তিন ম্যাচে ১৬৫ রান করে ছিলেন সর্বোচ্চ রানস্কোরার এবং দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন তার ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি—যা পাকিস্তানের রেকর্ডের তালিকায় আরও এক মাইলফলক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন