Logo
Logo
×

খেলা

২২ বছরের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন রোনালদো,তিন ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

২২ বছরের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন রোনালদো,তিন ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা

ক্রিস্টিয়ানো রোনালদো শান্ত স্বভাবের খেলোয়াড় হিসেবে পরিচিত হলেও মাঠে পছন্দসই পরিস্থিতি না পেলেই রাগত প্রতিক্রিয়া দেখান। তবে লাল কার্ড—এটা তাঁর ক্যারিয়ারজুড়ে যেন ছিল একেবারেই বিরল ঘটনা। আন্তর্জাতিক ফুটবলে ২২ বছরের পথচলায় প্রথমবারের মতো এমন শাস্তির মুখোমুখি হয়েছেন পর্তুগিজ তারকা।

গত রাতে আভিভা স্টেডিয়ামে বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল। ম্যাচের ৬১ মিনিটে আইরিশ ডিফেন্ডার দারা ও’শেয়ার ওপর কনুই দিয়ে আঘাত করায় প্রথমে হলুদ কার্ড দেখেন রোনালদো। পরে ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাঁকে। পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচে এটাই তাঁর প্রথম লাল কার্ড।

এখন মূল প্রশ্ন—কয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি? ফিফার নিয়ম অনুযায়ী কনুই মারা, ঘুষি বা লাথির মতো আচরণকে সহিংসতা হিসেবে ধরা হয়, যার জন্য কমপক্ষে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। শাস্তির মাত্রা নির্ভর করবে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে।

যদি তিন ম্যাচ নিষিদ্ধ হন, তাহলে আর্মেনিয়ার বিপক্ষে আসন্ন বাছাই ম্যাচের পাশাপাশি আরও দুই ম্যাচে রোনালদোকে পাবে না পর্তুগাল। আর যদি দল ২০২৬ বিশ্বকাপে ওঠে, তাহলে প্রথম দুই ম্যাচ রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাদের।

গত রাতের ম্যাচটি রোনালদোর জন্য একেবারেই ভুলে যাওয়ার মতো। লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হওয়া পর্তুগাল ২-০ গোলের হার এড়াতে পারেনি। আয়ারল্যান্ডের হয়ে গোল দুটি করেন ট্রয় প্যারট—১৭ ও ৪৫ মিনিটে।

বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচে তিন জয়, এক হার ও এক ড্র নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল—পয়েন্ট ১০। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির পয়েন্ট ৮, তৃতীয় আয়ারল্যান্ডের ৭ এবং চতুর্থ স্থানে আর্মেনিয়ার পয়েন্ট ৩।

এখন রোববার আর্মেনিয়ার বিপক্ষে জয় পেলেই মূলপর্ব নিশ্চিত করবে পর্তুগাল। তবে ড্র বা হারলে জটিল সব সমীকরণে চোখ রাখতে হবে রোনালদোবিহীন দলকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন