Logo
Logo
×

খেলা

ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ : হামজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম

ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ : হামজা

ইন্ডিয়ার সঙ্গে জয়ের প্রতিশ্রুতি দিয়ে ১০ নভেম্বর বাফুফের ভিডিও বার্তায় হামজা চৌধুরী জানিয়েছিলেন, ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতমু ইনশা আল্লাহ। সেই লড়াই এখন কাছেই—১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় হাতছাড়া হওয়ার কষ্ট ভুলে এখন পুরো মনোযোগই ভারতের বিপক্ষে লড়াইয়ে।

গত রাতে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ম্যাচে যেন আলাদা এক লড়াই চলছিল—বাংলাদেশের বিপক্ষে নেপাল নয়, বরং নেপালের বিপক্ষে একাই লড়ে যাচ্ছিলেন হামজা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের জাদু দেখান বাংলাদেশি-মিডফিল্ডার। বিরতির পর খেলা শুরু হতেই ৪৬ মিনিটে অসাধারণ একটি বাইসাইকেল কিকে সমতায় ফেরান দলকে। তিন মিনিট পর ৪৯ মিনিটে তাঁর নেওয়া পেনাল্টিতে বাংলাদেশ এগিয়ে যায় ২-১ গোলে।

কিন্তু বাংলাদেশের ফুটবলে শেষ মুহূর্তের হতাশা যেন এখন চিরচেনা দৃশ্য। ৯০ মিনিটের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের অনন্ত তামাংয়ের দুর্দান্ত হেডে সমতায় ফেরে অতিথিরা। হাতে থাকা জয়ের সম্ভাবনা শেষ মুহূর্তে ফসকে গিয়ে শেষ পর্যন্ত ২–২ ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

হতাশ হলেও ভেঙে পড়েননি হামজা। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন, আরও এক হতাশার রাতের শেষ হলো। ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল। ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। সামনে বড় একটি ম্যাচ—সবাই প্রস্তুতি নেই। আলহামদুলিল্লাহ।

বাংলাদেশের জার্সিতে এটি তার অষ্টম ম্যাচ। শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার ২৫ মার্চ। এখন পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ৪ গোল, অ্যাসিস্ট ১টি—যার মধ্যে নেপালের বিপক্ষে তার বাইসাইকেল কিকের গোলটি এরই মধ্যে ভাইরাল হয়ে যায়৷ রুবেল হোসেন, তাসকিন আহমেদসহ ক্রীড়া অঙ্গনের বহু তারকা এই গোলের প্রশংসা করেছেন।

তবে নেপাল ম্যাচে হামজা ছাড়াও চোট পেয়ে মাঠ ছাড়েন জায়ান আহমেদ। দুজনকেই বদলি করে উঠালেও বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, উদ্বেগের কিছু নেই। ম্যাচ শেষে তিনি বলেন, গুরুতর কিছু হয়নি। সামান্য পেশির টান। ভারত ম্যাচে তারা ঝুঁকিতে থাকবে না।

আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ–ভারত ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। নেপাল ম্যাচের হতাশা ভুলে নতুন উদ্যমে ভারতের বিপক্ষে নামার প্রস্তুতি এখন পুরো দলই নিচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন