সহকারী কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন, আয়ারল্যান্ড সিরিজেই শেষ দায়িত্ব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪৩ এএম
গত বছরের ৫ নভেম্বর জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। দায়িত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই তিনি প্রথমবার ব্যাটিং ইউনিটের দায়িত্ব নেন। তবে তার অধীনে এখন পর্যন্ত বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স খুব একটা উন্নতি পায়নি; বরং ব্যাটিংয়ে ক্রিকেটারদের অনিয়মিত ফর্মই এখন মূল উদ্বেগের জায়গা।
গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর একদিন পরই গুঞ্জন ছড়ায়, আয়ারল্যান্ড সিরিজের পরই পদ ছাড়তে পারেন সালাউদ্দিন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত বিসিবির কাছে তার কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পৌঁছায়নি। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা এখনো সালাউদ্দিনের পদত্যাগপত্র পাইনি।
বিষয়টি নিয়ে জানতে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে, সালাউদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত থাকা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চান।
এর আগে সোমবার বিসিবির সভা শেষে সালাউদ্দিন প্রসঙ্গে কথা বলেন বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক। তার প্রতি অনাস্থা দেখিয়েই আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নে রাজ্জাক বলেন, সালাউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। কারও ব্যর্থতার জন্য কাউকে সরানো হয়নি। কেবল আশরাফুলকে কোচিং প্যানেলে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এখন দেখা যাচ্ছে, জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন আশরাফুল, আর সালাউদ্দিনের সময় শেষ হচ্ছে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই— এমন সম্ভাবনাই এখন ক্রিকেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।



