Logo
Logo
×

খেলা

আয়ার‌ল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

আয়ার‌ল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওই সিরিজে দলের ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।

আশরাফুল এর আগে বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।

মূলত দলটির ব্যাটিং কোচ ছিলেন তিনি। এ ছাড়া এনসিএল টি-২০’তে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের যুক্ত হওয়ার গুঞ্জন বেরিয়েছিল। সংবাদ মাধ্যমকে সাবেক এই ক্রিকেটারও জানিয়েছিলেন, বোর্ডের সঙ্গে তার দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

তবে তাকে কোন দায়িত্ব দেওয়া হবে তা নিশ্চিত করেননি।

আশরাফুল বলেছিলেন, বোর্ড থেকে আমাকে বলা হয়েছে। তবে সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আমি কাজ করার বিষয়ে ইতিবাচক কথা বলেছি।

তবে বোর্ড ব্যাটিং কোচের জন্য চাচ্ছে না কি অন্য কোনো দায়িত্বে, সেটা এখনো নিশ্চিত না।

বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে ব্যাটিং কোচের পদ ফাঁকা। তবে দলের কোচিং স্টাফে থাকা সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন দলের ব্যাটিং কোচের ভূমিকা পালন করেন। ভালো-খারাপ মেশানো এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় সালাউদ্দিনের কোচিং নিয়ে প্রশ্ন ওঠে।

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, তিন ফরম্যাটের খেলা এবং ব্যাটিং ভিন্ন।

বিষয়টি মাথায় রেখে দলে একজন ব্যাটিং কোচ দেওয়ার কথা চিন্তা করা যেতে পারে।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড আগামী ১১ নভেম্বর সিলেটে টেস্ট সিরিজ শুরু করবে। ১৯ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। লাল ও সাদা বলের এই সিরিজে নাজমুল শান্ত-লিটন দাসদের ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন আশরাফুল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন