Logo
Logo
×

খেলা

বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিল উইন্ডিজ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম

বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিল উইন্ডিজ

ছবি : সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিল উইন্ডিজ। শাই হোপ ও আথানেজের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা।

আজ বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।

দলীয় ১ রানের মাথায় তাসকিন আহমেদের ওভারে ব্যাক্তিগত শূন্য রানে ক্যাচ আউট হয়ে সাজঘরের পথ ধরেন উইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিং। ম্যাচের শুরুতে কিংয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা।

কিং আউট হয়ে ফিরলে ক্রিজে আসেন দলীয় অধিনায়ক শাই হোপ, দলের আরেক ওপেনার আলিক আথানেজকে সাথে নিয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে ওয়েস্ট ইন্ডিজ।

একের পর এক চার ছক্কা মেরে ৩০ বলে ব্যাক্তিগত অর্ধশত পূরণ করেন ক্যারিবিয়ান ওপেনার আলিক আথানেজ। তাদের জুটিতে যখন ক্যারিবিয়ানরা ২০০ এর উপরে সংগ্রহের দিকে হাটছিল, তখনি বল হাতে আসেন টাইগার স্পিনার নাসুম।

দলীয় ১০৬ রানের মাথায় পরপর দুই দলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরায় নাসুম। আথানেজ ও রাদারফোর্ড ফিরলেও ক্রিজে ছিল ফিফটি করা উইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

দলীয় ১১২ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে ব্যাক্তিগত ৫৫ রানের মাথায় সাজঘরের পাঠান টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার পরের ওভারে আবারও জোড়া আঘাত হানেন টাইগার স্পিনার রিশাদ হোসেন।

দলীয় ১৪.১ ও ১৪.২ ওভারে পরপর উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের রানের চাকা আটকে দেয় রিশাদ হোসেন। শেষদিকে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩ বলে ৫২ রান করেন আলিক আথানেজ, ৩৬ বলে ৫৫ রান করেন ওয়েস্ট ইন্ডিজ কাপ্তান শাই হোপ।

বল হাতে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন