Logo
Logo
×

খেলা

বগুড়ায় বাংলাদেশ–আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ সিরিজের ট্রফি উন্মোচন

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম

বগুড়ায় বাংলাদেশ–আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ সিরিজের ট্রফি উন্মোচন

ছবি : সংগৃহীত

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের মধ্যে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকাল  সাড়ে ১১টায় ট্রফি উন্মোচন করা হয়।

স্টেডিয়ামে দুই দলের অধিনায়কের হাতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় সিরিজের ট্রফি। পরে তারা যৌথভাবে ফটোসেশনে অংশ নেন।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) এবং দ্বিতীয় ম্যাচ ৩১ অক্টোবর একই ভেন্যুতে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ৯টা থেকে।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ–অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, সবুজ, রাফি উজ্জামান রাফি, আবদুর রহিম ও ইকবাল হোসাইন ইমন।

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল: মাহবুব খান (অধিনায়ক), উজাইরুল্লাহ নিয়াজাই, বারকাত ইব্রাহিম, ফয়সাল খান, খালিদ আহমাদ জাই, নাজিফুল্লাহ আমিরি, আজিজুল্লাহ মিয়া, ওয়াদুল্লাহ জাদরান, হাফিজুল্লাহ জাদরান, আব্দুল আজিজ খান, খাতির খান, নুরিস্তানি ওমরজাই, সালাম খান আহমাদজাই, জাইতুল্লাহ শাহীন, রুহুল্লাহ আরব ও ওসমান সাদাত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন