ছবি : সংগৃহীত
ইন্টার মিয়ামি তাদের সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন। এই চুক্তির ফলে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি এখন ২০২৭ সাল পর্যন্ত ইন্টার মিয়ামির হয়ে খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেন।
ক্লাব কর্তৃপক্ষ এই বহুল প্রতীক্ষিত চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এটি এমন এক সময় যখন ইন্টার মিয়ামি তাদের গুরুত্বপূর্ণ রাউন্ড ওয়ান প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচের জন্য ন্যাশভিল এসসি-র মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মেসি ২০২৩ সালের জুলাই মাসে প্যারিস সেন্ট জার্মেই থেকে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মিয়ামিতে যোগ দেন। এরপর থেকে সব প্রতিযোগিতায় তিনি ৮২ ম্যাচে ৭১ গোল করেছেন এবং ৩৭টি অ্যাসিস্ট করেছেন।
৩৮ বছর বয়সী এই কিংবদন্তি খেলোয়াড় এখন ২০২৭ সাল পর্যন্ত ইন্টার মিয়ামির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তিতে আরও একটি বছর বাড়ানোর অপশনও রয়েছে।
মেসি ২০২৫ সালের এমএলএস এমভিপি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। যদি তিনি এই পুরস্কার জিতে থাকেন, তবে তিনি ধারাবাহিক মৌসুমের এই খেতাব জেতা প্রথম খেলোয়াড় হবেন।



