Logo
Logo
×

খেলা

বাংলাদেশ থামলো ২৯৬ রানে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পিএম

বাংলাদেশ থামলো ২৯৬ রানে

ছবি-সংগৃহীত

তৃতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ২৯৬/৮ ( সোহান ১৬*, সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, অঙ্কন ৬, রিশাদ ৩, নাসুম ১, মিরাজ ১৭)

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

৪১ রানে ৪ উইকেট নেন আকিল হোসেন। ৩৭ রানে দুটি নেন আলিক আথানেজ। একটি করে নেন রোস্টন চেজ ও গুডাকেশ মোটি।

এক ওভারে আকিল নিলেন ৩ উইকেট, ৭ উইকেট হারালো বাংলাদেশ

শান্তর বিদায়ের পর রান বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু সেই পরিকল্পনায় সফল হতে পারেনি। উল্টো ৪৬তম ওভারে আকিল হোসেনের বলে আরও তিনটি উইকেট হারিয়েছে। ফিরেছেন অঙ্কন, রিশাদ ও নাসুম। তাতে ২৬১ রানে বাংলাদেশ হারায় ৭ উইকেট।

৪৪ রানে ফিরলেন শান্ত

হৃদয় ফিরলে রানের গতি বাড়াতে ভূমিকা রাখছিলেন নাজমুল হোসেন শান্ত। এই সময় বেশ কয়েকবার ক্যাচও তুলেছিলেন তিনি। ৪৪তম ওভারে বড় শট খেলতে গিয়ে ৪৪ রানে ক্যাচ আউট হন শান্ত। তার ৫৫ বলের ইনিংসে ছিল ৩টি ছক্কা। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ২৫২ রানে।

২৮ রানে আউট হৃদয়

১৮১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ফিফটি রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু রানের গতি বাড়াতে পারছিলেন না। গতি বাড়াতে গিয়েই কাটা পড়েন তাওহীদ হৃদয়। ৩৯.৫ ওভারে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলেছেন তিনি। তাতে ৪৪ বলে ২৮ রানে ফিরেছেন হৃদয়। তার ইনিংসে ছিল ২টি চার। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ২৩১ রানে।

৯১ রানে থামলেন সৌম্য

সাইফের আউটের পর সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন সৌম্য। তখন তিনি ৯১ রানে ব্যাট করছিলেন। ২৮.২ ওভারে তাকে বড় শট খেলতে প্রলুব্ধ করেন আকিল হোসেন। কিন্তু ব্যাটে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি। ডিপ মিডউইকেটে তার ক্যাচ নেন অগাস্ট। ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন সৌম্য। তার ৮৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় ১৮১ রানে।

সাইফের আউটে ভাঙলো ১৭৬ রানের জুটি

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর জুটিতেই আক্রমণাত্মক ব্যাটিং করেছে বাংলাদেশ। সাইফ-সৌম্যর ফিফটিতে মিরপুর স্টেডিয়ামে দশ বছরে উদ্বোধনী জুটিতে দেখা পেয়েছে সর্বোচ্চ রানের। ১৭৬ রানের এই জুটি ভেঙেছে সাইফ হাসানের বিদায়ে। ২৫.২ ওভারে চেজকে মেরে খেলতে গিয়ে ৮০ রানে কাটা পড়েন সাইফ। তার ৭২ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৬টি ছয়। ওয়ানডেতে এটি সাইফের সেরা ইনিংস।

সৌম্য-সাইফের এই ওপেনিং জুটি আবার ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। আগের সেরাটি লিটন-তামিমের ২৯২।

সৌম্য-সাইফের ফিফটিতে দেড়শ ছাড়ালো বাংলাদেশের

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ১০ বছরে মিরপুরে পেয়েছে সর্বোচ্চ উদ্বোধনী জুটির দেখা। ১৬ ওভারে তুলে ফেলে ১০৯ রান। সৌম্য তো ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নিয়েছেন। তিনি ফিফটির দেখা পান ৪৮ বলে। ১৬তম ওভারে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান সাইফ হাসানও। তিনি ফিফটি পান ৪৪ বলে।

নবম ওভারে অবশ্য রিভিউ নিয়ে বেঁচেছেন সাইফ হাসান। খ্যারিয়ে পিয়েরের বলে এলবিডাব্লিউতে আঙুল তুলেছিলেন আম্পায়ার। পরে দেখা গেছে ব্যাটে এজ হয়ে প্যাডে লেগেছে বল।

অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও টস জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারও শুরুতে ব্যাটিং নিয়েছে তারা।

রিশাদ হোসেনের ঘূর্ণিতে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য সুপার ওভারে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে সিরিজি এখন ১-১ সমতায়।

একাদশে কারা

দুই দলই আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, , জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, আকিম অগাস্ট, গুডাকেশ মোটি, খ্যারি পিয়েরে ও আকিল হোসেন। সূত্র : বাংলা ট্রিবিউন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন