Logo
Logo
×

খেলা

এক বছর পর ইন্টার মায়ামির জার্সিতে মেসির হ্যাটট্রিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪২ এএম

এক বছর পর ইন্টার মায়ামির জার্সিতে মেসির হ্যাটট্রিক

বরাবর এক বছর পর আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে এসে ইন্টার মায়ামির জার্সিতে দুর্দান্ত এক পারফরম্যান্সে তিনি ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে উড়িয়ে দেন। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মায়ামি।

২০২৪ সালের ১৯ অক্টোবর সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন মেসি। ঠিক এক বছর পর, একই দিনে, আবারও তিন গোল করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। এটি ইন্টার মায়ামির জার্সিতে তার দ্বিতীয় এবং পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক। এ ছাড়াও ম্যাচে একটি অ্যাসিস্ট করে মায়ামির বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে ৩৪তম মিনিটে প্রথম গোলটি আসে মেসির পা থেকে। প্রতিপক্ষের দুই রক্ষাণভাগ খেলোয়াড়কে কাটিয়ে বক্সের মাথা থেকে নেওয়া বাঁ পায়ের নিচু শটে এগিয়ে যায় মায়ামি। তবে ৪৩ মিনিটে ন্যাশভিলে সমতায় ফেরে সারিজের গোলে, আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গের গোল মায়ামিকে পিছিয়ে দেয়।

৬২ মিনিটে হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন মেসি, ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে স্কোরলাইন সমান করেন তিনি। পাঁচ মিনিট পর বালতাসার রদ্রিগেজের গোলে আবারও লিড নেয় মায়ামি। ৮১ মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ সমন্বয়ে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। অতিরিক্ত সময়ে তেলাস্কো সেগোভিয়ার গোলে বড় জয়ে সমাপ্তি ঘটে মায়ামির মৌসুমের শেষ লিগ ম্যাচের।

পুরো মৌসুমে মেসির অবদান ৪৮ গোলের (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট), যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন শুধু কার্লোস ভেলা (৪৯, ২০১৯ মৌসুমে)। গোলের হিসেবে মেসির চেয়ে এগিয়ে আছেন কেবল ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (৩০)।

৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারে ৬৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তিন নম্বরে শেষ করেছে মায়ামি। সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে দুইয়ে আছে এফসি সিনসিনাতি, আর শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন (৬৬ পয়েন্ট)। প্লে-অফের প্রথম রাউন্ডেই আবার মুখোমুখি হবে মায়ামি ও ন্যাশভিলে এসসি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন