Logo
Logo
×

খেলা

অবসরে আর্জেন্টিনার গোলকিপার আরমানি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পিএম

অবসরে আর্জেন্টিনার গোলকিপার আরমানি

অবসরে আর্জেন্টিনার গোলকিপার আরমানি

আর্জেন্টিনার জার্সিতে সব আন্তর্জাতিক শিরোপা জিতেছেন গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। তবে তার বেশির ভাগ সময় কেঁটেছে বেঞ্চে। গোলপোস্টের নিচে দুর্দান্ত এমিলিয়ানো মার্তিনেজের কারণে মূল একাদশে সুযোগ পেয়েছেন কম।

এবার অবসরের ঘোষণা আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জয়ী এ গোলকিপার। ৩৭ বছর বয়সী এ গোলকিপার জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন ফ্রাঙ্কো। ২০১৯ কোপা আমেরিকাতে গোলকিপার ছিলেন এ আর্জেন্টাইন। লিওনেল স্কালোনির যুগে তার বড় কীর্তি ২০১৯ কোপা আমেরিকাতে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি সেভ করা।

২০১৮ সালে জাতীয় দলের অভিষেকের পর এ গোলকিপার খেলেছেন ১৯টি আন্তর্জাতিক ম্যাচ। যার মধ্যে ৮ ম্যাচে গোলপোস্টকে অক্ষত রাখেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই হলুদকার্ড দেখেছেন আরমানি।

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি। এ ছাড়া ২০২২ সালের ইতালির বিপক্ষে ফিনালেসিমার সেই ম্যাচের স্কোয়াডেও ছিলেন আরমানি।

আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিভারপ্লেটে খেলেছেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন