ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের তার্গেট দিল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পিএম
পুরো ৫০ ওভার খেলতে পারল না বাংলাদেশ। দুই রানের চেষ্টায় মুস্তাফিজুর রহমান রান আউট হয়ে গেলে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।
৪৯.৪ ওভারে বাংলাদেশ করল ২০৭ রান।
ছক্কায় দলকে দুইশ রানে নেওয়া তানভির ইসলাম ৪ বলে অপরাজিত থাকেন ৯ রানে।
২ বলে ১ রান করে ফেরেন মুস্তাফিজ। খ্যারি পিয়েরের গতিময় থ্রোয়ে রান আউট হন তিনি।
শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে এই সময়ে তারা তুলেছে ৪৭ রান। শেষের এই ঝড়েই বাংলাদেশের সংগ্রহ দুইশ ছাড়ায়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২০৭ (সাইফ ৩, সৌম্য ৪, শান্ত ৩২, হৃদয় ৫১, মাহিদুল ৪৬, মিরাজ ১৭, সোহান ৯, রিশাদ ২৬, তানভির ৯*, তাসকিন ০, মুস্তাফিজ ১; সিলস ৭-০-৪৮-৩, শেফার্ড ৭.৪-১-৩১-১, পিয়ের ১০-২-১৯-১, চেইস ১০-০-৩০-২, মোটি ১০-০-৪৪-০, গ্রেভস ৫-০-৩২-২)



