Logo
Logo
×

খেলা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিততে বাংলাদেশের দরকার ১৮৫ রান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিততে বাংলাদেশের দরকার ১৮৫ রান

ছবি : সংগৃহীত

আগের দিন শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। আজ তার সঙ্গে যোগ দিয়েছেন আরও দুই পেসার। রাওয়ালপিন্ডিতে হাসান আজ আরও তিনবার উদযাপনে মেতেছিলেন। পেয়েছেন ফাইফারের দেখা। আরেক পেসার নাহিদ রানা গতির তোপ দেগে ফিরিয়েছেন পাকিস্তানের চার ব্যাটার। তাসকিন আহমেদ ফিরিয়েছেন প্রতিপক্ষের ওপেনার সাইম আইয়ুবকে। টাইগার পেস তাণ্ডবের মুখে দ্বিতীয় ইনিংসে বেশিদূর যেতে পারেনি স্বাগতিকরা। স্কোরবোর্ডে ১৭২ রান জমা করেই গুটিয়ে গেছে।

পিন্ডির মাঠে গতি, আগ্রাসন আর লাইন লেন্থের কারিশমা দেখিয়েছেন তিন পেসার। বাংলাদেশ তাতে ছোট লক্ষ্যই পেয়েছে। এই মাঠেই আগের টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে এবার আরেকটি ইতিহাস গড়তে শান্তদের প্রয়োজন সাকুল্যে ১৮৫ রান। বোলারদের কাজ আপাতত শেষ। এবার ব্যাট হাতে টাইগারদের প্রমাণের পালা।

টেস্টের চতুর্থ দিনে খেলা শুরুর ৪৫ মিনিট পর প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ওপেনার সাইম আইয়ুবকে ড্রেসিং রুমের পথ দেখান তাসকিন আহমেদ। এরপর থেকেই পেসতান্ডবে পাকিস্তানি ব্যাটারদের পিন্ডি চটকানো।

বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই সাফল্য পান নাহিদ রানা। পরে তার দ্বিতীয় ওভারের প্রথম বলে বাবর আজমকে সাজঘরে পাঠিয়ে দেন। নাহিদ রানার ব্যাক অব লেন্থের অফ স্টাম্পের বাইরের বলটি পেছনের পায়ে খেলতে গিয়ে ব্যর্থ হন ২ রান করা সৌদ শাকিল।

মাত্র তিন ওভারেই প্রতিপক্ষের তিন ব্যাটারকে ফিরিয়ে বল হাতে রুদ্ররূপ ধারণ করেন রানা। তবে রানের খাতা খোলার আগে জীবন পাওয়া রিজওয়ান ও সালমান সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন। লাঞ্চ বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা।

বিরতির পর ফিরেই সাফল্যের দেখা পান হাসান মাহমুদ। তার শিকার হয়ে ৪৩ রানে আউট হন রিজওয়ান। একইসঙ্গে ভাঙে ৫৫ রানের জুটি। পরের বলে মোহাম্মদ আলীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেই স্বাদ পাননি হাসান।

শেষ উইকেট জুটিতে আগা সালমান ৪৭ রানে অপরাজিত থাকেন। আমির হামজাকে মিরাজের ক্যাচ বানিয়ে হাসান পান ফাইফারের স্বাদ। আগের ইনিংসে ১২ রান নিয়ে শুরু করা পাকিস্তান দেড়শ ছাড়িয়ে বেশিদূর যেতে পারেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন