Logo
Logo
×

খেলা

টানা হ্যাটট্রিকে ৩০ বছরের রেকর্ড ভাঙলেন হলান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

টানা হ্যাটট্রিকে ৩০ বছরের রেকর্ড ভাঙলেন হলান্ড

টানা হ্যাটট্রিকে ৩০ বছরের রেকর্ড ভাঙলেন হলান্ড

শনিবার (৩১ আগস্ট) রাতে আর্লিং হলান্ড করলেন মৌসুমের টানা দ্বিতীয় হ্যাটট্রিক। এতে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন হলান্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিপক্ষের কাছে নরওয়েজিয়ান এ তারকাকে আটকানো পন্থা রয়েছে কয়েকটি। সব দলের কোচেরা চেষ্টা করে এবং প্রায় সবাই ব্যর্থ হন। গত সপ্তাহে প্রিমিয়ার লিগের সপ্তম হ্যাটট্রিক করেন তিনি। আর শনিবার হতাশায় ডোবান ওয়েস্ট হ্যাম ভক্তদের।

নতুন মৌসুমের প্রথম তিন ম্যাচে হলান্ড করেছেন সাত গোল। টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ভেঙেছেন তিন দশক পুরোনো রেকর্ড। ১৯৯৪ সালে প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচের দুটিতে হ্যাটট্রিক করেছিলেন ব্রাডফোর্ডের পল জুয়েল।

২০২৪-২৫ মৌসুমে এসে সেই রেকর্ডে ভাগ বসালেন তিনি। নতুন মৌসুমের প্রথম ম্যাচ থেকেই গোল পাচ্ছেন হলান্ড। চেলসির বিপক্ষে করেন এক গোল। এরপর গত সপ্তাহে ইপসউইচ টাউনের জালে দেন তিন গোল।

ওয়েস্ট হ্যামের মাঠেও ধরে রাখেন সেই ধারাবাহিকতা। ম্যাচের ১০ মিনিটেই নাম লেখান স্কোর শিটে। তবে রুবেন দিয়াজের আত্মঘাতী গোল সমতায় ফেলে স্বাগতিকরা। ৩০ মিনিটে দলকে আবারও এগিয়ে দেন হলান্ড।

ম্যাচের ৮০ মিনিটে মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিকের গোলটি করেন নরওয়েজীয় তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ৬৯ ম্যাচে তার গোল ৭০। গড়ে একটির বেশি। প্রতি নয় ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি তার। এ স্ট্রাইক রেট প্রতিপক্ষের জন্য ভীতিকর।

এক মৌসুমে ৩৫ গোলের রেকর্ড হলান্ডের। নতুন মৌসুমের প্রথম ৩ ম্যাচে করেছেন ৭ গোল। ফুটবলার তো দূরের কথা, কোনো দলই চলতি মৌসুমে ৭ গোল করতে পারেনি।এই ধারা অব্যাহত থাকলেও মৌসুম শেষে ভেঙে যেতে পারে এ রেকর্ডও। টানা তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট তুলেছে ম্যানসিটি।

এতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে ব্রাইটন। ১৪ সেপ্টেম্বর ব্রেন্টফোর্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে ম্যানসিটি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন