টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের রেকর্ড এখন মোস্তাফিজের দখলে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই আলোচনায় এসেছিলেন মোস্তাফিজুর রহমান। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট—এর সঙ্গে ছিল ১৬টি ডট বল। ক্যারিয়ারের প্রথম দিনেই এমন নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কেড়েছিলেন এই কাটার মাস্টার।
সেই মোস্তাফিজই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বল করা বোলার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭টি ডট বল করে তিনি নিউজিল্যান্ডের টিম সাউদিকে ছাড়িয়ে যান শীর্ষে।
ম্যাচের আগে মোস্তাফিজের ডট বল সংখ্যা ছিল ১১৩৫। সাউদির ছিল ১১৩৮। ইনিংসের ১৬তম ওভারে দ্বিতীয় স্পেলের পঞ্চম বলে নিজের ১১৩৮তম ডট দিয়ে সাউদিকে স্পর্শ করেন মোস্তাফিজ। আর ১৮তম ওভারের দ্বিতীয় বল ডট দিয়েই ইতিহাস গড়েন—টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের মালিক হয়ে।
১২০ ইনিংসে ২৬১৬ বল করে এখন মোস্তাফিজের ডট বল সংখ্যা ১১৪২টি। ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ১১৩৮ ডট দিয়ে দ্বিতীয় স্থানে আছেন টিম সাউদি।
তৃতীয় স্থানে রয়েছেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। ১২৫ ইনিংসে ২৭২০ বল করে তার ডট বল সংখ্যা ১০৭৮। এই তিনজন ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কেউই ১ হাজার ডট বলের মাইলফলক স্পর্শ করতে পারেননি।



